পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কোনও তথ্য দিতে পারেননি মুখ্যসচিব ও ডিজিপি", বৈঠকের পর টুইট রাজ্যপালের - chief secretary & dgp failed to give update regarding convoy attack says govornor jagdeep dhankar

রাজ্যের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল ।

chief secretary & dgp failed to give update regarding convoy attack says govornor jagdeep dhankar
chief secretary & dgp failed to give update regarding convoy attack says govornor jagdeep dhankar

By

Published : Dec 10, 2020, 10:41 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে । আজ রাজভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রর সঙ্গে বৈঠকের পর টুইট করে এমনই বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তিনি লিখেছেন, মুখ্যসচিব বা রাজ্য পুলিশের ডিজি কেউই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা সহ বিভিন্ন বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ।

রাজ্যের পরিস্থিতি নিয়ে তথ্য চেয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল । রিপোর্ট সহ সন্ধে 6টায় রাজভবনে দেখা করতে বলেন তিনি । সেইমতো আজ সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে যান তাঁরা । মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকের পর টুইট করেন রাজ্যপাল । তাঁর বক্তব্য, বৈঠকে তাঁকে কোনও তথ্যই দিতে পারেননি রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তা ।

হতাশ রাজ্যপাল লিখেছেন, "মুখ্যসচিব এবং ডিজিপি আজ ছটা নাগাদ আমার সঙ্গে দেখা করেন । দুর্ভাগ্যবশত তাঁরা পড়ে থাকা বিষয়গুলো বা বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার বিষয়ে কোনও আপডেট দিতে পারেননি ।" তিনি আরও লেখেন, "এতেই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলছে ।"

ABOUT THE AUTHOR

...view details