কলকাতা, 9 জুলাই : এবার কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান । হাসপাতাল সূত্রে খবর, এই শিক্ষক-চিকিৎসকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে আজ পজ়িটিভ এসেছে । রয়েছেন হোম আইসোলেশনে ।
কোরোনায় আক্রান্ত মেডিকেলের মেডিসিন প্রধান - corona positive in medical college
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন । ফলে বাড়িতেই রয়েছেন তিনি । আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে ।
![কোরোনায় আক্রান্ত মেডিকেলের মেডিসিন প্রধান ফাইল ফোটো](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7961458-165-7961458-1594304794767.jpg)
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এর আগে একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । এই মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্য কর্মীরাও কোরোনায় সংক্রমিত হয়েছেন । এবার এখানকার মেডিসিন বিভাগের প্রধান শিক্ষক-চিকিৎসক আক্রান্ত হলেন । হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ হওয়ার জেরে কয়েকদিন ধরেই তিনি বাড়িতে রয়েছেন । উপসর্গ থাকায় লালারস পরীক্ষা হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে । এদিকে, এই বিভাগীয় প্রধানের সংস্পর্শে অন্য আর কারা এসেছেন, তাঁদের মধ্যে কত জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হতে পারে, কত জনকে আইসোলেশনে রাখা হতে পারে, সেই সব বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি । এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে, তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।
এদিকে, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R), কলকাতার সার্জারি বিভাগের প্রধান শিক্ষক-চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । মিন্টো পার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । তাঁর শারীরিক পরিস্থিতি এখন ভালো আছে । জানা গেছে, আগামীকাল তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে ।