পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যে জেলা পরিদর্শকের দপ্তরে সেই কার্ড পৌঁছে গেছে । পড়ুয়াদের অভিভাবকদের হাতে ওই কার্ড তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

By

Published : Dec 28, 2020, 7:43 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : অন্য বছরের মতো এবছরও স্কুল পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছাবার্তা সহ কার্ড পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের জেলা পরিদর্শকদের দপ্তরে কার্ড ছাপিয়ে স্কুলে স্কুলে পাঠানো শুরু হয়ে গেছে । স্কুল থেকেই দ্রুত সেই কার্ড পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে ।

চলতি বছর প্রাক-প্রাথমিক থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আলাদা ও আগামী বছরের উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য আলাদা শুভেচ্ছাবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । কারণ এবছর উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হচ্ছে । তাই উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসা পড়ুয়াদের জন্য শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী সে কথাও উল্লেখ করেছেন । শুভেচ্ছাবার্তায় কোরোনা ভাইরাস নিয়ে তৈরি পরিস্থিতির কথাও উল্লেখ করে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেছেন ।

স্কুল পড়ুয়াদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

আরও পড়ুন : ICSE ও ISC-তে ভালো ফল রাজ্যের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

তিনি লিখেছেন, "তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । বিশ্বব্যাপী কোরোনা পরিস্থিতির মধ্যেই এই বছরটা কেটে গেল । কিন্তু আশা রাখছি, নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে নতুন বছর আমাদের কাছে উপস্থিত হবে । আমরা সবাই আবার আগের জীবনে ফিরে যাব । আর তোমরাও আগের মতোই স্বাভাবিক পড়াশোনার জগতে ফিরে যাবে । তোমরাই হলে দেশের ভবিষ্যৎ, আগামীর কারিগর । খুব ভালো করে লেখাপড়া কর, জীবনে অনেক বড় হও । আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে । তোমাদের সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই । তোমাদের জীবনে ফিরে আসুক শিক্ষার স্বর্ণযুগ । ভালো থেকো, সুস্থ থেকো । স্নেহ, শুভেচ্ছা ও ভালোবাসা সহ, (মমতা বন্দ্যোপাধ্যায়)।"

আরও পড়ুন : মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য তিনি লিখেছেন, "শুনলে খুশি হবে, ট্যাবলেট পিসি বা ভালো স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে দেবে । আশা রাখছি, আমাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ভবিষ্যতে তোমাদের পড়াশোনার অনেক সুবিধা হবে ।" জানা গেছে, ইতিমধ্যেই জেলা পরিদর্শকদের দপ্তর থেকে স্কুলে স্কুলে সেই কার্ড পাঠানো শুরু হয়ে গেছে । স্কুল থেকেই সেগুলো বিলির ব্যবস্থা করা হবে । তবে যেহেতু এখনও পড়ুয়াদের স্কুলে আসায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে তাই অভিভাবকদের হাতেই তা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন স্কুলের প্রধানশিক্ষকরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details