কলকাতা, 9 ফেব্রুয়ারি: সরকারি কাজে ব্যস্ত থাকায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কলকাতা আসতে পারেননি তিনি ৷ কিন্তু কৃষকদের স্বার্থে লড়াইয়ে সংহতি জানাতে এবার রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ আগামী 17 ফেব্রুয়ারি হাওড়া স্টেশনে নামবেন তিনি ৷ যোগ দেবেন কৃষক সমাবেশে (Chief Minister of Kerala Pinarayi Vijayan to visit Kolkata) ৷
বুধবার সিপিএম রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেখানে তিনি বলেন, "আগামী 17 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ ওই দিন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন রয়েছে ৷ সেই উপলক্ষ্যে হাওড়ায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ তাতে প্রধান বক্তা হিসাবে থাকবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷"
এদিন রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে মহম্মদ সেলিম বলেন, "পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত সমাবেশের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি ৷ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন, তাঁর নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি ৷ তবে প্রশাসন অনুমতি না দিলেও সমাবেশ হবে ৷ যে জায়গায় হওয়ার কথা, সেখানেই হবে ৷"