পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md Salim: পিনারাই বিজয়নের রাজ্য-সফরে নিরাপত্তা নিয়ে উদাসীন সরকার, অভিযোগ সেলিমের - সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, 17 ফেব্রুয়ারি হাওড়ায় ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন ৷ তাতে যোগ দিতে হওড়ায় আসছেন পিনারাই বিজয়ন ৷ পাশাপাশি বিজেপি ও তৃণমূলকে একহাত নিলেন প্রবীণ বাম নেতা (Md Salim slams BJP and TMC) ৷

Md Salim
মহম্মদ সেলিম ও পিনারাই বিজয়ন

By

Published : Feb 9, 2023, 8:01 AM IST

Updated : Feb 9, 2023, 10:47 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: সরকারি কাজে ব্যস্ত থাকায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কলকাতা আসতে পারেননি তিনি ৷ কিন্তু কৃষকদের স্বার্থে লড়াইয়ে সংহতি জানাতে এবার রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ আগামী 17 ফেব্রুয়ারি হাওড়া স্টেশনে নামবেন তিনি ৷ যোগ দেবেন কৃষক সমাবেশে (Chief Minister of Kerala Pinarayi Vijayan to visit Kolkata) ৷

বুধবার সিপিএম রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সেখানে তিনি বলেন, "আগামী 17 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ ওই দিন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন রয়েছে ৷ সেই উপলক্ষ্যে হাওড়ায় বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ তাতে প্রধান বক্তা হিসাবে থাকবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷"

এদিন রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে মহম্মদ সেলিম বলেন, "পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত সমাবেশের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি ৷ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন, তাঁর নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি ৷ তবে প্রশাসন অনুমতি না দিলেও সমাবেশ হবে ৷ যে জায়গায় হওয়ার কথা, সেখানেই হবে ৷"

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে সেটিংয়ের অভিযোগ এড়াতে সক্রিয় হোক বিজেপি, টুইটে দাবি তথাগতর

সেলিমের অভিযোগ, তৃণমূল আর বিজেপি হাত ধরাধরি করে চলে ৷ এক দল ছেড়ে অন্য দলে যোগ দিলে কেউ পদক্ষেপ করে না ৷ যেমন বিধানসভায়, তেমনই সংসদে ৷ লোকসভা এবং বিধানসভার অধ্যক্ষ দু'জনেই দল বদলের বিষয়টি মেনে নিয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সেলিমের দাবি, শুভেন্দুর দল বদলু বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই ৷ অন্য দিকে তৃণমূলের লোকসভায় শুভেন্দুর ভাই এবং বাবার বিরুদ্ধে হুইপ জারি করার ধক নেই ৷ দু'টি দলই ধান্দার ধনতন্ত্রের পৃষ্ঠপোষক ৷ আদানিকাণ্ডেতেও তা ধরা পড়ছে ৷ দুই শক্তির বিরুদ্ধে লড়াই করছে বামপন্থীরা ৷ সেই লড়াইয়ের তীব্রতা আরও বাড়বে ।

বুধবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ৷ সেই প্রসঙ্গে সেলিম বলেন, "বিধানসভায় বিজেপি যা করেছে, তা পুরোটা নাটক ৷ বিজেপি এবং তৃণমূল একে অপরের হাত ধরে চলছে ৷ লোকসভায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল সাংসদরা কোনও কথা বলেন না ৷ আদানি বিষয়ে নীরব তৃণমূল ৷"

আরও পড়ুন: বিধানসভায় বিজেপির 'শেম শেম' স্লোগানের নিশানা রাজ্যপালই, দাবি শুভেন্দুর; সমালোচনায় তৃণমূল

Last Updated : Feb 9, 2023, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details