কালীঘাট, 4 অগস্ট: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল 12 বছরের এক কিশোরের (Chief Minister neighbour child died by dengue in kalighat)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই বাড়ি বিশাক মুখোপাধ্যায় নামে এই কিশোরের ৷ পাঁচ দিনের জ্বর নিয়ে 2 অগস্ট মঙ্গলবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় কালীঘাটের বাসিন্দা বিশাক । সেদিন রাতে তার ডেঙ্গি পরীক্ষা করা হলে পরের দিন পজিটিভ ধরা পড়ে । আর বৃহস্পতিবার বিশাকের মৃত্যু হয় ৷ ডেঙ্গি পজিটিভ হওয়ার পরের দিনই কিশোরের মৃত্যু হওয়ায় ফের শহরে ফিরে এল ডেঙ্গি আতঙ্ক । জানা গিয়েছে, চলতি বর্ষায় এটাই ডেঙ্গিতে কলকাতায় প্রথম মৃত্যু ।
এই মৃত্যুকে দুঃখজনক বলে প্রতিক্রিয়া দেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ । তিনি জানান, মৃত কিশোরের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক বলে উল্লেখ রয়েছে । এরপরেই এলাকায় স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোল টিম ও সেন্ট্রাল ভেক্টর কন্ট্রোল টিম কাজ করছে । কিন্তু দুর্ভাগ্যবশত 12 বছরের এই কিশোরের বাড়ির সামনে পৌর চিকিৎসা কেন্দ্র ছিল । কলকাতা পৌরনিগমের তরফে বারবার মানুষকে সচেতন করা হয়েছে । কিন্তু এই কিশোরের ডেঙ্গির উপসর্গ কিংবা জ্বরের কোনও তথ্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে দেওয়া হয়নি । হাসপাতাল রিপোর্ট অন্তত তাই বলছে । পাঁচ দিনের জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।
Dengue Death in Kolkata: কলকাতায় ডেঙ্গিতে এবার প্রথম মৃত্যু, মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রাণ গেল এক কিশোরের - মুখ্যমন্ত্রীর পাড়ায় ডেঙ্গিতে প্রাণ গেল এক খুদের
চলতি বর্ষায় ডেঙ্গিতে কলকাতায় প্রথম মৃত্যু (Dengue Death in Kolkata)৷ ডেঙ্গি পজিটিভ হওয়ার পরেরদিনই মৃত্যু হল কালীঘাটের বছর বারোর এক কিশোরের ৷
আরও পড়ুন :কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের
অতীন ঘোষ এদিন আরও বলেন, "বর্ষাকাল ডেঙ্গি মশার আদর্শ আবহাওয়া । তাই এই সময় ডেঙ্গি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না । এই শহরের যা ভৌগোলিক অবস্থান রয়েছে সেখানে অনেক পুরনো বাড়ি আছে । এই অঞ্চলেও অনেক পুরনো বাড়ি আছে । সেসব বাড়িতে তালা ঝুলছে, কিন্তু ভিতরে বিভিন্ন জায়গা জল জমে রয়েছে । যা ডেঙ্গির মশার বংশবৃদ্ধির আদর্শ জায়গা । এই ধরনের বাড়িতে ঢুকে যাতে জল জমা মুক্ত করা যায়, সেটা পুরকর্মীদের বলা হয়েছে ।"
আরও পড়ুন :সাবধান ! ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি