মেট্রোপলিটন, 10 মে: করোনা কালে জেলা সফর বন্ধ রেখে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ৷ তাই আবারও জেলা সফর শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার মেট্রোপলিটনে নতুন তৃণমূল ভবনের উদ্বোধনে একথাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 10 মে থেকে শুরু করবেন জেলা সফর ৷ জেলা সফরে দলীয় বৈঠক করবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamta Banerjee Start to visit District) ৷
শিয়রে পঞ্চায়েত নির্বাচন ৷ বুথ স্তরে দলীয় সংগঠনগুলোকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো । তাই এবার জেলায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বুথ স্তরের কর্মীদের নিয়ে একটি করে বৈঠক করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, চলতি মাস থেকে 10 জুন পর্যন্ত একমাস ধরে বিভিন্ন কর্মসূচি রয়েছে সরকারের ৷ যার প্রধান লক্ষ্য হল মানুষের জন্য কাজ করা ৷ মানুষের কাছে পৌঁছন। 10 মে থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর জেলা সফর । সফরের শুরুতেই পশ্চিম মেদিনীপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটা প্রশাসনিক বৈঠক করবেন । 11মে বেলা 12টায় দলীয় বৈঠক করবেন । এরপর ঝাড়গ্রামে একটি প্রশাসনিক বৈঠক করবেন ।