পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : দেবীপক্ষে শপথ নিতে চান মমতা, বিজ্ঞপ্তি দেখে সিদ্ধান্ত জানাবেন রাজ্যপাল - মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

একুশের ভোটে তৃণমূল কংগ্রেস অভাবনীয় জয় পেলেও নন্দীগ্রামে হেরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রাখতে তাঁকে যেভাবেই হোক ছয় মাসের মধ্যে জিতে আসতে হত। সেইমতো ভবানীপুর উপনির্বাচনে লড়াই করেন তৃণমূল সুপ্রিমো ৷

Mamata Banerjee
মুখ্যমন্ত্রী চান বৃহস্পতিবার শপথ, তবে দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা

By

Published : Oct 4, 2021, 4:44 PM IST

Updated : Oct 4, 2021, 8:53 PM IST

কলকাতা, 4 অক্টোবর : রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। ফল প্রকাশের পর এবার শপথ গ্রহণের পালা ৷ কবে বিধায়ক হিসাবে শপথ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? তৃণমূল সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জয়ী তিন তৃণমূল বিধায়ক । অন্তত মমতা চাইছেন, মহালয়ার পরের দিন অর্থাৎ 7 অক্টোবর শপথ নেবেন। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সাধারণত জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। সে ক্ষেত্রে বিধানসভাকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন থেকে অনুমতি নিতে হয় । উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। তবে তাঁকে এই ক্ষমতা হস্তান্তর করেন রাজ্যপাল। এক্ষেত্রে রাজভবন ক্ষমতা দিলেই তবেই স্পিকার শপথ গ্রহণ করাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার তরফে ইতিমধ্যেই এই ক্ষমতা চাওয়া হয়েছে ৷

সন্ধের দিকে যা নিয়ে রাজ্যপাল একটি টুইট করেন ৷ যেখানে বিধানসভাকে পাঠানো তাঁর জবাব পোস্ট করেছেন ৷ সেখানে রাজ্যপাল লিখেছেন, নির্বাচনে জয়ের বিজ্ঞপ্তি জারি করে তা রাজ্যপালকে জানানো হোক ৷ তারপরই সংবিধানের 188 নম্বর ধারা মেনে সিদ্ধান্ত নেবেন তিনি ৷

রাজ্যপাল চাইলে নিজেও শপথ গ্রহণ করাতে পারেন উপনির্বাচনে জয়ী বিধায়ককে। এমনিতেই জগদীপ ধনকড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর থেকেই রাজভবনের সঙ্গে সরকারের সম্পর্ক আদায়-কাঁচকলায়। পদে পদে নিয়ম করে সরকারকে বিঁধছেন রাজ্যপাল। বিধানসভার তরফে চেষ্টা করা হচ্ছে, রাজ্যপালের সঙ্গে আলোচনা করে দ্রুত মুখ্যমন্ত্রী ও নতুন বিধায়কদের শপথের দিনক্ষণ ঠিক করতে। যদি দেখা যায়, রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন, তাতেও আপত্তি নেই বিধানসভা স্পিকারের।

আরও পড়ুন :বিরোধী ভোটাররা ভবানীপুরে ভয়ে ভোট দিতে পারেননি, দাবি দিলীপের

তবে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তারা। একুশের ভোটে তৃণমূল কংগ্রেস অভাবনীয় জয় পেলেও নন্দীগ্রামে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রাখতে তাঁকে যেভাবেই হোক ছয় মাসের মধ্যে জিতে আসতে হত। সেইমতো ভবানীপুর উপনির্বাচনে লড়াই করেন তৃণমূল সুপ্রিমো ৷ নিজের গড়ে রেকর্ড মার্জিনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর শপথ নেওয়ার পালা। তৃণমূল কংগ্রেস চাইছে, যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করতে।

Last Updated : Oct 4, 2021, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details