কলকাতা, 4 অক্টোবর : রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। ফল প্রকাশের পর এবার শপথ গ্রহণের পালা ৷ কবে বিধায়ক হিসাবে শপথ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? তৃণমূল সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জয়ী তিন তৃণমূল বিধায়ক । অন্তত মমতা চাইছেন, মহালয়ার পরের দিন অর্থাৎ 7 অক্টোবর শপথ নেবেন। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
সাধারণত জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। সে ক্ষেত্রে বিধানসভাকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন থেকে অনুমতি নিতে হয় । উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। তবে তাঁকে এই ক্ষমতা হস্তান্তর করেন রাজ্যপাল। এক্ষেত্রে রাজভবন ক্ষমতা দিলেই তবেই স্পিকার শপথ গ্রহণ করাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার তরফে ইতিমধ্যেই এই ক্ষমতা চাওয়া হয়েছে ৷
সন্ধের দিকে যা নিয়ে রাজ্যপাল একটি টুইট করেন ৷ যেখানে বিধানসভাকে পাঠানো তাঁর জবাব পোস্ট করেছেন ৷ সেখানে রাজ্যপাল লিখেছেন, নির্বাচনে জয়ের বিজ্ঞপ্তি জারি করে তা রাজ্যপালকে জানানো হোক ৷ তারপরই সংবিধানের 188 নম্বর ধারা মেনে সিদ্ধান্ত নেবেন তিনি ৷