পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Ram Navami Rally : রামনবমীর মিছিলে বাধা নয়, নির্দেশ মমতার - Ram Navami Rally

রামনবমীর মিছিলে বাধা না দিতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee instructs not to obstruct Ram Navami procession) ৷ রমজান মাসের মধ্যে রাম নবমী । শান্তিপূর্ণভাবে যাতে রাজ্যের সর্বত্র অনুষ্ঠান পালিত হয় বুধবার নির্দেশ দিলেন মমতা ।

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Apr 6, 2022, 9:49 PM IST

হাওড়া, 6 এপ্রিল : রমজান মাসের মধ্যেই পড়েছে রামনবমী । রামনবমীকে কেন্দ্র করে গোটা রাজ্যে অনেক মিছিল ও শোভাযাত্রা বের হয় ৷ আর এবছরের রামনবমীর মিছিলে বাধা না দিতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee instructs not to obstruct Ram Navami procession) ৷ শান্তিপূর্ণভাবে যাতে রাজ্যের সর্বত্র অনুষ্ঠান পালিত হয় বুধবার তিনি এই নির্দেশই দিলেন ।

এদিন মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি আলোচনায় ওঠে । সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী এবং প্রশাসনকে এ বিষয়ে সতর্ক করে বলেন, কোনভাবেই রামনবমীর মিছিলে যেন বাধা না দেওয়া হয় । রামনবমী নিয়ে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় ।

আসলে একই সঙ্গে রামনবমী এবং রমজান মাস পড়ায় কোনও সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন আধিকারিকরা (Mamata on Ram Navami Rally) । সেক্ষেত্রে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে সমস্ত মানুষ তার ইচ্ছামত ধর্মীয় আচরণ করার সুযোগ পায় । একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই উৎসবের সুযোগ নিয়ে অশান্তি করতে চাইছে কেউ কেউ । সেক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকেও নজর দিতে হবে, বলেন তিনি।

প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে সারা রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) প্রায় এক হাজারের বেশি মিছিল করার ডাক দিয়েছে। রামনবমীর দিন থেকে হনুমান জয়ন্তি পর্যন্ত এই মিছিলে গুলি হবে রাজ্য জুড়ে। তাতে বহু ক্ষেত্রে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় এই সংগঠনের নেতাদের। এই বিষয়টি নিয়েই প্রশাসনকে এ দিন সতর্ক করেছেন মমতা। এই মিছিলকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগেভাগেই সর্তকতা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :VHP to Celebrate Ram Navami in Bengal : রামনবমীতে বঙ্গজুড়ে এক হাজার শোভাযাত্রার পরিকল্পনা বিশ্বহিন্দু পরিষদের

ABOUT THE AUTHOR

...view details