কলকাতা, 2 নভেম্বর: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে রাজ্যে অশান্তি করানোর ছক হচ্ছে । আইনশৃঙ্খলা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । পুলিশ ও প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । সরকারকে বিপাকে ফেলতে আইনশৃঙ্খলার (Law and Order Situation) অবনতি করার চেষ্টা হতে পারে ।
গত কয়েকদিন ধরে বিজেপি (BJP) নেতাদের মুখে শোনা যাচ্ছিল ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে । বিজেপির এই হুমকির প্রেক্ষিতে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আশঙ্কাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে ৷
জানা গিয়েছে যে এদিন মন্ত্রিসভার বৈঠকে তিনি সরকারি আমলা পুলিশ এবং রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের সতর্ক করে দিয়েছেন । দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা এলাকায় থাকুন । জনপ্রতিনিধিদের এলাকায় থাকতে বলুন । বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে ইন্ধন জোগাতে পারে ।’’ মুখ্যমন্ত্রী এও বলেছেন, ‘‘পুলিশকে আরও নাকা চেকিং বাড়াতে হবে । যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে ।’’
কোনও চক্রান্ত যাতে বাস্তবে রূপ নিতে না পারে, তার জন্যই প্রশাসনকে নবান্নের ক্যাবিনেট বৈঠক থেকে আগাম সতর্ক করেন মুখ্যমন্ত্রী । জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেখানেই গোলমালের খবর পাবেন সেখানে তত্ক্ষণাত্ পৌঁছে সেই গোলমাল যাতে কিছুতে ছড়াতে না পারে বা বড় আকার না নিতে পারে, তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, এদিন ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpore Police Commissionerate) আওতায় থাকা এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী । একই সঙ্গে তিনি ওই এলাকাকে শান্ত রাখতে কড়া বার্তাও দিয়েছেন । ওই এলাকায় পুলিশ যাতে আরও সক্রিয় হয় সেই নির্দেশে তিনি দিয়েছেন ।
এদিন এই নিয়ে মমতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘এই এলাকায় বারবার খুনের ঘটনা ঘটছে । এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে ।’’ একই সঙ্গে তার নির্দেশ, কোনও ঘটনা ঘটলে যুদ্ধকালীন পরিস্থিতিতে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে । জানা গিয়েছে, এই এলাকার নজরদারিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি ।
আরও পড়ুন:গুজরাতে নাগরিকত্ব দেওয়া ভোট-রাজনীতি, বাংলায় সিএএ লাগু হবে না, বললেন মমতা