কলকাতা, 6 এপ্রিল: বিধানসভা নির্বাচনের পর হিংসায় মৃতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে নিহতদের পরিবারগুলিতে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন তিনি ৷ তালিকায় রয়েছেন নিহত বিজেপি কর্মী-সমর্থকরাও ৷ বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী বলেন, "এই সাহায্য় করার ক্ষেত্রে কোনও ভেদাভেদ করা হবে না ৷ রাজনৈতিক রংও গুরুত্ব পাবে না ৷ যেকোন দলের কর্মীই এই সাহায্য পাবেন ৷"
শীতলকুচির নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে মৃতদের পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে এবং ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মমতা বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকেই তিনি এই ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন ৷ বলেন, "ভোটের ফল ঘোষণার পর হিংসার ঘটনা অত্যন্ত বেড়ে গিয়েছে। গত ৩ মে পর্যন্ত রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি ছিল। তারপর থেকে এই ঘটনাগুলি ঘটেছে।" পাশাপাশি প্রত্যেকটি সরকারি হাসপাতালে 40 শতাংশ শয্যা বাড়ানোর কথাও জানালোন তিনি ৷
আরও পড়ুন: পিএম কিসানের কথা মনে করিয়ে মোদিকে চিঠি মমতার
Last Updated : May 6, 2021, 8:57 PM IST