পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : আজ দুপুর দুটোয় মমতার শপথ - পশ্চিমবঙ্গ

3 অক্টোবর ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন তৃণমূল সুপ্রিমো ৷ এ নিয়ে তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ রইল তাঁর দখলে ৷ আজ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হোসেন, আমিরুল ইসলাম ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 7, 2021, 9:11 AM IST

কলকাতা, 7 অক্টোবর : একুশের নির্বাচনে তাঁর দল ল্যান্ড স্লাইড জয় পেলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হেরে যাওয়ায় কিছুটা অস্বস্তির মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেত্রীকে । তাও জয়ী দলের সর্বসম্মতিক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি । এ নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারবার কটাক্ষ করেছে । তিনি বিধায়ক না হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সে কথা মনে করিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । আজ চূড়ান্ত জবাব দেওয়ার পালা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

আজ বৃহস্পতিবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বিধানসভায় এসে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল (Governor of West Bengal) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) । দুপুর 2টোয় এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে । রাজ্যপাল মঙ্গলবার বিকেলে টুইট করে এ কথা জানিয়েছিলেন । একই সঙ্গে আজ বিধায়ক পদে শপথ নেবেন আমিরুল ইসলাম (Amirul Islam) ও জাকির হোসেন (Jakir Hossain) ।

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুর জিতে পরবর্তী লক্ষ্য স্থির মমতার

করোনা আবহের জন্য সংক্ষিপ্ত হবে শপথগ্রহণ অনুষ্ঠান । মমতার শপথ কোথায় হবে, রাজভবন না বিধানসভা, শপথবাক্যই বা কে পাঠ করাবেন, রাজ্যপাল না অধ্যক্ষ, তা নিয়ে জল্পনা চলছিল । গুঞ্জন ছিল, রাজভবনে মমতার শপথের অনুষ্ঠান হলে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আপাতত সেই জটিলতার অবসান হয়েছে । তবে একই সঙ্গে এটাও স্পষ্ট, মমতাকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপালই, অধ্যক্ষ নন ।

রেকর্ড গড়ে রবিবার ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 2021-এ তাঁর দল গোটা রাজ্যে অভাবনীয় জয় পেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তিনি । তাই মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে 6 মাসের মধ্যে রাজ্যের যে কোনও আসনে জয়ী হওয়া দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । ভবানীপুর উপনির্বাচনে 58 হাজার 832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী । মূলত 2024-এ ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে বিরোধীরা যে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে, সেই লক্ষ্য পূরণের রাস্তায় এই ভবানীপুরের উপনির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক ।

ABOUT THE AUTHOR

...view details