ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলনের মাঝেই ভাতা বাড়ল পঞ্চায়েত সদস্যদের - Three Tire Panchayet System

ভাতা বাড়ল জেলাপরিষদের সভাধিপতি সহ পঞ্চায়েত সদস্যদের ৷ এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 220-225 কোটি টাকা৷

মমতা
author img

By

Published : Jul 22, 2019, 7:07 PM IST

কলকাতা, ২২ জুলাই : ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন বাড়ানোর দাবি জানিয়ে অনশন করছেন শিক্ষকরা । কিন্তু, দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী । এর মাঝেই পঞ্চায়েত সদস্যদের ভাতা বাড়াল রাজ্য সরকার । আজ নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ জেলা পরিষদের সদস্যদের নিয়ে নবান্নের সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ‌। সেখানে ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মুখ্যসচিব সহ আরও কয়েকজন সচিব । এই বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

জেলা পরিষদ :

  • সভাধিপতিরা আগে 6000 টাকা করে ভাতা পেতেন ৷ তা বাড়িয়ে 9000 টাকা করা হয়েছে ৷
  • সহসভাধিপতিরা 5000 টাকা পেতেন ৷ তা বেড়ে হয়েছে 8000 টাকা ৷
  • কর্মাধ্যক্ষরা পেতেন 4000 টাকা ৷ বাড়িয়ে তা 7000 টাকা করা হল ৷
  • সাধারণ সদস্যরা 1500 টাকা পেতেন ৷ এখন তাঁরা পাবেন 5000 টাকা ৷

পঞ্চায়েত সমিতি :

  • সভাপতিরা আগে পেতেন 3500 টাকা ৷ এখন পাবেন 6000 টাকা ৷
  • সহসভাপতিরা 3000 টাকা পেতেন ৷ তা বেড়ে হল 5500 টাকা ৷
  • কর্মাধ্যক্ষ পেতেন 2500 টাকা ৷ তা বাড়িয়ে করা হল 5000 টাকা ৷
  • সাধারণ সদস্যদের ভাতা 1500 টাক থেকে বাড়িয়ে 3500 টাকা করা হল ৷

গ্রামসভা :

  • প্রধানদের ভাতা 3000 টাকা থেকে 5000 টাকা করা হল ৷
  • উপপ্রধানদের ভাতা ছিল 2000 টাকা ৷ তা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা ৷
  • সাধারণ সদস্যদের ভাতা 1500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে ৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সবাই পঞ্চায়েতের সদস্যদের দোষ-গুণ দেখি । একবারও ভাবি না এরা কীভাবে চলেন । অনেকের গাড়ি ভাড়াও থাকে না । যাতে তাঁরা গাড়িভাড়াটা পান তা নিশ্চিত করার জন্য ভাতা বাড়ানো হয়েছে ৷" এই ভাতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের অতিরিক্ত 220-225 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয়, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

এদিকে 10 দিনে পড়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (UUPTWA) অনশন কর্মসূচি । কারণ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও কাটেনি জট । উলটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আর্থিক অবস্থার কারণে দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details