কলকাতা, ২২ জুলাই : ন্যূনতম যোগ্যতা অনুযায়ী বেতন বাড়ানোর দাবি জানিয়ে অনশন করছেন শিক্ষকরা । কিন্তু, দাবিমতো বেতন বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী । এর মাঝেই পঞ্চায়েত সদস্যদের ভাতা বাড়াল রাজ্য সরকার । আজ নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ জেলা পরিষদের সদস্যদের নিয়ে নবান্নের সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মুখ্যসচিব সহ আরও কয়েকজন সচিব । এই বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷
জেলা পরিষদ :
- সভাধিপতিরা আগে 6000 টাকা করে ভাতা পেতেন ৷ তা বাড়িয়ে 9000 টাকা করা হয়েছে ৷
- সহসভাধিপতিরা 5000 টাকা পেতেন ৷ তা বেড়ে হয়েছে 8000 টাকা ৷
- কর্মাধ্যক্ষরা পেতেন 4000 টাকা ৷ বাড়িয়ে তা 7000 টাকা করা হল ৷
- সাধারণ সদস্যরা 1500 টাকা পেতেন ৷ এখন তাঁরা পাবেন 5000 টাকা ৷
পঞ্চায়েত সমিতি :
- সভাপতিরা আগে পেতেন 3500 টাকা ৷ এখন পাবেন 6000 টাকা ৷
- সহসভাপতিরা 3000 টাকা পেতেন ৷ তা বেড়ে হল 5500 টাকা ৷
- কর্মাধ্যক্ষ পেতেন 2500 টাকা ৷ তা বাড়িয়ে করা হল 5000 টাকা ৷
- সাধারণ সদস্যদের ভাতা 1500 টাক থেকে বাড়িয়ে 3500 টাকা করা হল ৷