পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar : মুখ্যমন্ত্রী পুরো বাংলাটাকে বিক্রি করে দিচ্ছেন, বিমানবন্দের তোপ সুকান্তর - Sukanta Majumdar

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুর যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য় সরকারের ওপর তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar in Netaji Subhash Chandra Bose International Airport) ৷

Sukanta Majumdar in International Airport
সুকান্ত মজুমদার

By

Published : May 17, 2022, 9:32 PM IST

কলকাতা, 17 মে : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার সন্ধ্যায় জয়পুর যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন (Sukanta Majumdar in Netaji Subhash Chandra Bose International Airport) ৷ মাওবাদীদের পুনর্বাসনের জন্য সিভিক ভলান্টিয়ারদের চাকরি দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন, "মহামান্য আদালতের সামনে রাজ্য সরকারের যিনি এসজি আছেন তিনি বলেছেন সিভিকের চাকরি উঠিয়ে দেওয়া উচিত ৷ ভোটের কাজের যথেচ্ছভাবে ব্যবহার করে তাঁদেরকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে ৷ এতে ওনার স্টাইল বজায় রাখছেন ৷ কিষানজী থেকে শুরু করে সবার ক্ষেত্রে একই নীতি নেওয়া হয়েছিল ।"

আরও পড়ুন :Paresh Chandra Adhikary: অবৈধভাবে মেয়েকে চাকরি, মমতার মন্ত্রীকে আজই সিবিআইয়ে হাজিরার নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতিতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআইয়ের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "দেখুন শিক্ষাপ্রতিমন্ত্রীর মেয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছে ৷ এই না হলে এগিয়ে বাংলা ৷ মুখ্যমন্ত্রী পুরো বাংলাটাকে বিক্রি করে দিচ্ছেন ৷ বাঙালির শিক্ষা-সংস্কৃতি ছিল সেটাও বিক্রি হয়ে গেল ।

বিমানবন্দের তোপ সুকান্তর

100 দিনের কাজে প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র ৷ মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, "100 দিনের কাজের টাকা রাজ্যকে চাইতে হচ্ছে ৷ মুখ্য়মন্ত্রী তো আগে বলতেন সব ওনারা করেন ৷ জব কার্ড ধরে ধরে কারা বিজেপি করে, কারা অন্য দল করে তাদের দেওয়া হয় না । এরকম তো চলছে ৷ স্বাভাবিকভাবে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র অডিট করেছে সেই দুর্নীতি ধরা পড়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details