কলকাতা 18 জুলাই: এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভূরিভূরি মামলা ৷ আর তাতেই এবার বেজায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ দেড় মাস ধরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানি করতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ৷ তাঁর মন্তব্য, এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে গত দেড় মাস ধরে একাধিক মামলা হচ্ছে ৷ যার জেরে অন্য মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷
পুরুলিয়া জেলার সব পঞ্চায়েতে পুননির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা করার আবেদন করেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ সেই মামলার শুনানিতেই এ দিন এই মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷ মামলা দায়ের করার অনুমতি দেওয়ার পর, বিচারপতির কাছে মামলার তারিখ নির্দিষ্ট করার আর্জ জানান আইনজীবী ৷ সেই আবেদনেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এ দিন বিরক্তি প্রকাশ করেন ৷ তিনি বলেন, ‘‘গত দেড় মাস ধরে এক পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা হচ্ছে ৷ সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না ৷ আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না ৷ আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে ৷ এর পরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয় ৷’’