কলকাতা, 15 ফেব্রুয়ারি: পরপর দু'দিন কলকাতা হাইকোর্টে মামলার শুনানি প্রক্রিয়া স্তব্ধ । এতে ফের অসন্তুষ্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ 13 ফেব্রুয়ারি সকালে কলকাতায় প্রয়াত হন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত ৷ তাঁর মৃত্যুতে হাইকোর্টের নিয়ম অনুযায়ী মঙ্গলবার শুনানি প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন (Bar Association High Court Calcutta) ৷ এই ব্যাপারে প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়-সহ অন্য বর্ষীয়ান আইনজীবীদের প্রশ্ন করেন, "সারাদিন নষ্ট কেন ? দুপুর সাড়ে তিনটে থেকে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারতেন ৷" তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন ।
প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এই ধরনের সিদ্ধান্ত কেন ? প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলের মৃত্যুতে আমিও দুঃখিত ৷ কিন্তু সারাদিন আদালতের সময় নষ্ট না করে অর্ধদিবস কাজ বন্ধ রাখলে ভাল হত না ? বিষয়টা পুনর্বেবিবেচনা করুন ৷" এরপর বুধবার সকালে আদালত কাজকর্ম শুরু হওয়ার কিছু সময় পরই আরেক বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুর খবর আসে ৷ জানা গিয়েছে, বরিষ্ঠ ব্যারিস্টার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে বুধবার ফের আইনজীবীরা শুনানিতে যাতে অংশগ্রহণ না করেন, সেই মর্মে বার অ্যাসোসিয়েশন-এর তরফে নোটিশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: প্রয়াত রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত