পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতের কর্মবিরতি তোলার আবেদন হাইকোর্টের প্রধান বিচারপতির - kolkata high court

যদিও বার কাউন্সিলের দাবিমতো দোষিদের এখনও গ্রেপ্তার করা হয়নি৷

হাইকোর্ট

By

Published : Apr 29, 2019, 6:24 PM IST

Updated : Apr 30, 2019, 9:24 AM IST

কলকাতা, 29 এপ্রিল : হাওড়া আদালতে আইনজীবীদের উপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে আদালতে কর্মবিরতি পালন চলছে৷ এরফলে বিচারপ্রার্থী থেকে শুরু করে সকলে সমস্যায় পড়ছেন৷ ফলে দ্রুত আদালতে কাজকর্ম স্বাভাবিক করতে আবেদন জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ৷

হাওড়া আদালতের ঘটনায় হাইকোর্টের তরফে স্বতঃস্ফূর্তভাবে দায়ের করা একটি মামলায় আজ সব পক্ষকেই আলাদা আলাদা করে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাওড়া কোর্টের ঘটনা খতিয়ে দেখতে একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করে দেয় হাইকোর্ট৷ হাইকোর্টের তৈরি করা বিচারপতিদের কমিটি বিশ্বনাথ সমাদ্দারের নেতৃত্বে আজ হাওড়া আদালতে যায় ৷ দীপঙ্কর দত্ত, সঞ্জীব ব্যানার্জি, সৌমেন সেন ও মুমতাজ খান রয়েছেন এই কমিটিতে । পরশু দিন এই মামলার পরবর্তী শুনানি ।

এদিকে আইনজীবীরা কর্মবিরতি পালন করায় আজও হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক হয়নি । বার কাউন্সিলের বৈঠকের পরই ঠিক হবে এই কর্মবিরতি আরও চলবে, না উঠে যাবে । কারণ বার কাউন্সিলের দাবি মত দোষীদের এখনও গ্রেপ্তার করা হয়নি । 24 এপ্রিল হাওড়া আদালতে আইনজীবীদের মারধরের ঘটনার প্রতিবাদে 26 এপ্রিল থেকে আজ পর্যন্ত হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালতে কর্মবিরতির ডাক দিয়েছিল বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ।


কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, "সমস্ত দোষী পুলিশ অফিসারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । যদি আগামী সোমবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ৷"

আজ শুনানিতে বিচারপতি জানান, ডিস্ট্রিক্ট জাজ ও চিফ সেক্রেটারির কাছে ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে । আগামীকালের মধ্যে যদি ঘটনার যুক্তিসঙ্গত জবাব না পান, স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেবেন তিনি । স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করবেন । কিন্ত 25 তারিখ সন্ধ্যাতেই প্রধান বিচারপতি একটি নোটিশ দিয়ে জানান আইনজীবীদের উপর আক্রমণের ঘটনায় তিনি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করছেন । সেই মামলার শুনানি হবে আজ। এই মামলার শুনানির পর প্রধান বিচারপতি টিবিএন নায়ার ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট, ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ হাওড়া, কমিশনার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের - এদের প্রত্যেককে আলদা আলাদা হলফনামা দিতে বলা হয়েছে আগামী বুধবারের মধ্যে। ওইদিন মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Last Updated : Apr 30, 2019, 9:24 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details