কলকাতা, 12 অক্টোবর: শিক্ষক সংগঠন নিজেদের দাবি আদায়ের জন্য মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু মামলার কথা শুনতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তার পর তিনি মামলার ফাইল ফেরত দিলেন কোর্ট অফিসারকে ।
মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি মামলাকারীদের আইনজীবী প্রতীক ধরের উদ্দেশ্যে রীতিমতো ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "পড়াতে হবে না । ওরা শুধু র্যালি করুক । কোনও আর্জেন্সি নেই এই মামলার । রোজ 15টা করে র্যালি । বাচ্চারা ভুগবে, অ্যাম্বুলেন্স যেতে পারবে না ।"
মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, "আপনারা র্যালি করুন ৷ পুলিশ লাঠিচার্জ করুক৷ কাঁদানে গ্যাস ছুঁড়ুক ৷ আদালতে কিছু করার নেই । রোজ রোজ এই মিছিল শহরকে স্তব্ধ করে দিচ্ছে । সাধারণ মানুষ হেনস্তার স্বীকার হচ্ছে ।" পাশাপাশি তিনি মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি করার কোনও প্রয়োজন নেই মনে করে শুনানি পিছিয়ে দিয়ে জানান পুজোর পরে এই মামলার শুনানি করা হবে ।