কলকাতা, 11 জুলাই: রাজধানী এক্সপ্রেস অপহরণ কাণ্ডে ছত্রধর মাহাতোকে কয়েকটি শর্ত দিয়ে জামিন দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এই মামলার বিচারপর্ব শেষ হবে কি না তা নিয়েই সংশয় প্রকাশ করেছে। ঘটনায় এনআইএ'র হাতে গ্রাফতার হয়েছিলেন ছত্রধর মাহাতো ৷ 2009 সালের ঘটনার 11 বছর পর 2020 সালে তদন্তভার হাতে নেয় এনআইএ।
এই মামলায় এখনও কিছু অভিযুক্ত ফেরার বলে দাবি সংস্থার। সেই সঙ্গে, ধৃতদের অনেককে আদালতে পেশ করতে রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলেও অভিযোগ তদন্ত সংস্থার । অন্যদিকে, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দিনই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। তবে জামিনে দেওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি ৷
আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, দ্রুত এই মামলার বিচারপর্ব শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা আদালতের বিচারককে।
রাজধানী এক্সপ্রেসে অপহরণের ঘটনার মূল চক্রী ছত্রধর মাহাতোই। এর আগে চার্জশিট পেশ করে এমনটাই দাবি জানিয়েছিল তদন্তকারী সংস্থা এনআইএ। পাশাপশি, মামলায় 50 পাতার চার্জশিটে নাম রয়েছে প্রয়াত মাওবাদী নেতা কিষেণজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ 13 জনের। সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনেছে এনআইএ।