কলকাতা, 9 এপ্রিল: এই পরিস্থিতিতেও একাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অভিভাবকদের কাছে বেতন বাড়ানোর আবেদন জানিয়েছে । যা নিয়ে উদ্বেগপ্রকাশ করে বিষয়টি দেখার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ ।
এই পরিস্থিতিতেও বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেতন বাড়ানোয় শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিভাবকরা । অভিযোগ কানে যেতেই বেসরকারি স্কুলগুলির কাছে টিউশন ফি না বাড়ানোর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি যারা আর্থিক কারণে স্কুলের বেতন দিতে পারছেন না, তাঁদের জন্য বিষয়টি মানবিক দিক থেকে বিচার করতে বলেছিলেন । তা সত্ত্বেও শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অভিভাবকদের বেতন বাড়ানোর কথা জানিয়েছে । সমস্ত বিষয়টি নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ছাত্র পরিষদের রাজ্যসভাপতি সৌরভ প্রসাদ ।
বেতন বাড়াচ্ছে একাধিক স্কুল, শিক্ষামন্ত্রীর দ্বারস্থ ছাত্র পরিষদ - lockdown
একাধিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ ছাত্র পরিষদ ।
সৌরভ প্রসাদ বলেন, "রাজ্যের0 বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই লকডাউন পরিস্থিতিতেও ফি বৃদ্ধি করা হয়েছে । দেশে নিদারুণ অর্থ সংকট তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । দেশে প্রচুর মানুষ এখন কর্মহীন । এই অবস্থায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে বর্ধিত ফি কার্যকর করা না হয় এবং অন্তত দু'মাসের ফি মকুব করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে । পাশাপাশি রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সেমিস্টার পিছিয়ে দেওয়া হয়েছে । এই নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছি।"
TAGGED:
partha chatterjee