পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর, উদ্যোগ চেতলা অগ্রণীর - firhad hakim

করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার কাজ শুরু করল চেতলা অগ্রণী ক্লাব ৷ ক্লাব সভাপতি তথা পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন, যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের প্রয়োজন রয়েছে তারা যোগাযোগ করলেই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর ।

করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর , উদ্যোগ চেতলা অগ্রণীর
করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর , উদ্যোগ চেতলা অগ্রণীর

By

Published : May 12, 2021, 2:19 PM IST

Updated : May 12, 2021, 2:46 PM IST

কলকাতা, 12 মে : করোনা আক্রান্তদের জন্য বুধবার "দুয়ারে অক্সিজেন" পরিষেবা শুরু করল কলকাতার চেতলা অগ্রণী ক্লাব । ক্লাবের পক্ষ থেকে বিনা পয়সায় অক্সিজেন দেওয়া হবে বলে জানানো হয়েছে । ক্লাব সদস্যরা নিজেরাই 20 টি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন । অক্সিজেনের অভাবে যখন করোনা রোগীরা শ্বাসকষ্টে ভুগছেন তখন এই পরিস্থিতে মানবিকতার হাত বাড়িয়ে দিল এই ক্লাবের সদস্যরা ।

ক্লাব সভাপতি তথা পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন, যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের প্রয়োজন রয়েছে তারা যোগাযোগ করলেই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর । ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে । চেতলা অগ্রণী ক্লাব এক শুভ উদ্যোগ নিয়েছে ।

করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর, উদ্যোগ চেতলা অগ্রণীর

এদিন তিনি আরও জানান, অক্সিজেন কনসেনট্রেটর কাজ শেষ হয়ে যাওয়ার দশ দিন পর তাদের অক্সিজেন কনসেনট্রেটরটি ফেরৎ দিয়ে দিতে হবে । কারণ পরবর্তী সময়ে যাদের প্রয়োজন তাদেরকে যাতে আবার সেই কনসেনট্রেটরটি দেওয়া যায় । ইতিমধ্যে দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে সেই ফোন নম্বরে যোগাযোগ করলেই সঙ্গে সঙ্গে বাড়িতে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন পৌঁছে দেওয়া হবে ।

আরও পড়ুন :কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

প্রথম এই এলাকাতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান । তারপর ধীরে ধীরে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দেওয়া হবে । মানুষের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে । তবে মানুষকে অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে । সকলকেই মাস্ক ব্যবহার এবং করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন মন্ত্রী ।

Last Updated : May 12, 2021, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details