পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উষসীর ঘটনার জের, একরাতেই বাইক বাহিনীর বিরুদ্ধে 607 টি কেস - helmetless bikes

রাতের কলকাতায় বাইকের দাপাদাপি । প্রচণ্ড গতিতে হেলমেটহীন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য । নিয়ন্ত্রণহীন ও হেলমেট না পরে বাইক চালানোর জন্য একরাতেই কেস রয়েছে 607 টি ।

ফাইল ফটো । ছবি সৌজন্য : কলকাতা ট্রাফিক পুলিশ

By

Published : Jun 20, 2019, 6:29 PM IST

Updated : Jun 20, 2019, 7:09 PM IST

কলকাতা, 20 জুন : উষসী সেনগুপ্তর ঘটনায় আবারও সামনে এল রাতের কলকাতায় শহরবাসীর নিরাপত্তাহীনতা । বিষয়টি এবার হালকাভাবে নিচ্ছে না পুলিশ । গতকাল লালবাজারে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ । শহরের বিভিন্ন পয়েন্টে সারারাত ধরে চেকিং চালাল কলকাতা পুলিশ । জানা গেছে, নিয়ন্ত্রণহীন ও হেলমেট না পরে বাইক চালানোর জন্য এক রাতেই কেস হয়েছে 607 টি । এছাড়াও 6 টি বাইক সিজ় করা হয়েছে ।

রাতের কলকাতায় বাইকের দাপাদাপি । প্রচণ্ড গতিতে হেলমেটহীন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য । ইদানিং যা বেড়ে গেছে অনেকটাই । পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার বেশ কিছু এলাকা, CIT রোড, খিদিরপুর, পাক সার্কাস, মা ফ্লাইওভারে এই প্রবণতা অনেকটাই বেশি । সোমবার রাতেও উষসী সেনগুপ্তের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা ঘটায় হেলমেটহীন বাইক আরোহীরাই । তারপর লালবাজারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে এবার জ়িরো টলারেন্স নীতি নেওয়া হবে ।

পাশাপাশি কলকাতা পুলিশের সিনিয়র কর্তরা মনে করছেন, এই বিষয়টিতে কিছু সামাজিক সমস্যাও রয়েছে । সেই সূত্রে বিভিন্নভাবে ওই যুবকদের বোঝানো হবে । দেওয়া হবে মেসেজ । পাশাপাশি চলবে চেকিং । গতরাতে কলকাতা শহরের বাইক বাহিনীর দৌরাত্ম্য থামাতে চালানো হয় চেকিং । চেকিংয়ের সময় বাইক বাহিনীর বিরুদ্ধে 205টি কেস করা হয়েছে । পুলিশ সূত্রে জানানো হয়েছে , এই চেকিং এবার থেকে রোজই চলবে ।

চলতি সপ্তাহের সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । এই ঘটনায় পুলিশের কাছে সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর । ময়দান থানা, চারু মার্কেট থানা ও ভবানীপুর থানার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তিনি । ঘটনার জেরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । সাসপেন্ড করা হয় চারু মার্কেট থানার SI পীযূষ কুমার পালকে । পাশাপাশি শোকজ় করা হয় ভবানীপুর থানার SI মেনন মজুমদার ও ময়দান থানার ASI পার্থ চ্যাটার্জিকে ।

Last Updated : Jun 20, 2019, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details