কলকাতা, 20 জানুয়ারি: "চে গুয়েভারার ছবি টি-শার্টে এঁকে বিপ্লবী হওয়া যায় না ! তাঁকে হৃদয়ে স্থান দিয়ে পড়াশোনা করুন ৷ নিজের নিজের জায়গায় পেশাদার হয়ে উঠুন ৷ মানুষের সঙ্গে থাকুন ৷" শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে একথা বললেন কিউবা বিপ্লবের নায়ক চে গুয়েভারার মেয়ে আলেইদা গুয়েভারা (Aleida Guevara in Kolkata) ৷ দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন চে গুয়েভারার মেয়ে ৷ সঙ্গে রয়েছেন চে-র নাতনি এস্তেফানিয়া গুয়েভারাও ৷
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আলেইদা গুয়েভারা বলেন, "আমার খুব ভালো লাগল এখানে এসে ৷ আমি হয়তো খুব বিশেষ কোনও মানুষ নই ৷ আমি একজন বিপ্লবীর মেয়ে। কিন্তু, যেটি আসলে প্রয়োজন, তা হল ভালো মানুষ হয়ে ওঠা ৷ আমি কিউবার একজন মহিলা ৷ আমি মানুষ হয়েছি কিউবায় ৷ কিন্তু সারা বিশ্বকে নিজের মনে করি ৷ এই পরিবেশ আমার দারুণ লাগল ৷ আমার এখানকার সবকিছুই খুব ভালো লাগছে ৷ আমি সর্বদা মানুষের চিন্তায় বড় হয়েছি ৷ যাঁরা অন্য মানুষের কথা ভাবেন, তাঁদের ভালো করার কথা বলেন, তেমন চিন্তাধারাতেই আমি বড় হয়েছি ৷ আমরা চে গুয়েভারার আদর্শে বড় হয়েছি ৷ চে গুয়েভারার আবেগ আমাকে বড় করে তুলেছে ৷ চে গুয়েভারা হৃদয়ের ব্যাপার ৷ জামায় আঁকা কোনও ছবি নয় ! হৃদয়ে স্থান দেওয়ার যায় চে গুয়েভারাকে ৷ মানুষের মুক্তির জন্য চে গুয়েভারা লড়াই চালিয়ে গিয়েছিলেন ৷ সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ৷"