পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Aleida Guevara in Kolkata: 'চে গুয়েভারার ছবি টি-শার্টে এঁকে বিপ্লবী হওয়া যায় না !' বার্তা আলেইদার - কলকাতার খবর

রাজ্যে এসেছেন চে গুয়েভারার মেয়ে আলেইদা গুয়েভারা ৷ শুক্রবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি (Aleida Guevara in Kolkata) ৷ সংবর্ধনা মঞ্চ থেকে কী বার্তা দিলেন আলেইদা ?

Che Guevara daughter Aleida Guevara attend a programme in Jadavpur University During her Kolkata Visit
কলকাতায় আলেইদা গুয়েভারা ও এস্তেফানিয়া গুয়েভারা

By

Published : Jan 20, 2023, 10:42 PM IST

চে-কন্যার বার্তা

কলকাতা, 20 জানুয়ারি: "চে গুয়েভারার ছবি টি-শার্টে এঁকে বিপ্লবী হওয়া যায় না ! তাঁকে হৃদয়ে স্থান দিয়ে পড়াশোনা করুন ৷ নিজের নিজের জায়গায় পেশাদার হয়ে উঠুন ৷ মানুষের সঙ্গে থাকুন ৷" শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সংবর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে একথা বললেন কিউবা বিপ্লবের নায়ক চে গুয়েভারার মেয়ে আলেইদা গুয়েভারা (Aleida Guevara in Kolkata) ৷ দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন চে গুয়েভারার মেয়ে ৷ সঙ্গে রয়েছেন চে-র নাতনি এস্তেফানিয়া গুয়েভারাও ৷

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আলেইদা গুয়েভারা বলেন, "আমার খুব ভালো লাগল এখানে এসে ৷ আমি হয়তো খুব বিশেষ কোনও মানুষ নই ৷ আমি একজন বিপ্লবীর মেয়ে। কিন্তু, যেটি আসলে প্রয়োজন, তা হল ভালো মানুষ হয়ে ওঠা ৷ আমি কিউবার একজন মহিলা ৷ আমি মানুষ হয়েছি কিউবায় ৷ কিন্তু সারা বিশ্বকে নিজের মনে করি ৷ এই পরিবেশ আমার দারুণ লাগল ৷ আমার এখানকার সবকিছুই খুব ভালো লাগছে ৷ আমি সর্বদা মানুষের চিন্তায় বড় হয়েছি ৷ যাঁরা অন্য মানুষের কথা ভাবেন, তাঁদের ভালো করার কথা বলেন, তেমন চিন্তাধারাতেই আমি বড় হয়েছি ৷ আমরা চে গুয়েভারার আদর্শে বড় হয়েছি ৷ চে গুয়েভারার আবেগ আমাকে বড় করে তুলেছে ৷ চে গুয়েভারা হৃদয়ের ব্যাপার ৷ জামায় আঁকা কোনও ছবি নয় ! হৃদয়ে স্থান দেওয়ার যায় চে গুয়েভারাকে ৷ মানুষের মুক্তির জন্য চে গুয়েভারা লড়াই চালিয়ে গিয়েছিলেন ৷ সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে ৷"

আরও পড়ুন:25 বছর পর কলকাতায় আসছেন চে গুয়েভারার কন্যা

এরপর উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে আলেইদা আরও বলেন, "চে গুয়েভারার মেয়ে হয়ে বলতে চাই আরও পড়াশোনা করুন ৷ শিক্ষায় এগিয়ে যান ৷ কমরেড আপনারা আরও এগিয়ে যান ৷ আরও পড়ুন ৷ লড়াই করুন ৷ আপনারা আপনাদের শাখায় পেশাদার হয়ে উঠুন ৷ মানুষের সঙ্গে থাকবেন ৷ মানুষকে ছেড়ে যাবেন না ৷"

এরপর একটি পুরনো গানের কথা স্মরণ করে আলেইদা বলেন, "আমি যদি পারি, আমি একা থাকব না ৷ যা করার করার তাই করতে হবে ৷ আমি কাজের মধ্যেই বেঁচে থাকব ৷ আমাদের আরও পড়াশোনা করতে হবে ৷ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ৷ লড়াই চালিয়ে যেতে হবে ৷ পৃথিবীর এই কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে যেতে হবে ৷"

প্রসঙ্গত, শুক্রবার রাতে কলকাতাতেই থাকবেন চে গুয়েভারার মেয়ে ও নাতনি ৷ শনিবার সকালে তাঁরা রওনা দেবেন চন্দননগর ৷ সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দুপুরে ফিরে আসবেন কলকাতায় ৷

ABOUT THE AUTHOR

...view details