কলকাতা, ১৫ মার্চ : মঙ্গলবার প্যারোলে মুক্তি পেয়েছেন ছত্রধর মাহাত। তবে, তার গতিবিধির উপর নজর রাখছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার ধারায় মামলা থাকলেও মূলত রাজনৈতিক বন্দী হিসেবেই চিহ্নিত করা হয় । ভোটের সময় তাঁর এই প্যারোলে মুক্তি জঙ্গলমহলে ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সেই সূত্রেই তাঁর উপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ প্রসঙ্গে অতিরিক্ত নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, "আমরা সবার উপরই নজর রাখছি।"
প্যারোলে মুক্ত ছত্রধর মাহাত, নজর রাখছে কমিশন - keep an eye
মঙ্গলবার প্যারোলে মুক্তি পেয়েছেন ছত্রধর মাহাত। তবে, তার গতিবিধির উপর নজর রাখছে নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার ধারায় মামলা থাকলেও মূলত রাজনৈতিক বন্দী হিসেবেই চিহ্নিত করা হয় ।
মা অসুস্থ। সেই কারণ দেখিয়ে ১০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছত্রধর মাহাত। এর আগেও বিভিন্ন কারণে পাঁচবার প্যারোলে মুক্তি পেয়েছেন। একসময় জঙ্গলমহলের জনসাধারণের কমিটির নেতা ছিলেন ছত্রধর। সাধারণভাবে নির্বাচনের সময় কোনও বন্দীকে প্যারোলে মুক্ত করার বিষয়টি নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। বিচার ব্যবস্থা চলে নিজের গতিতেই। সেই সূত্রেই প্যারোলে মুক্তি পেয়েছেন ছত্রধর। তবে জঙ্গলমহলে তাঁর উপস্থিতি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই বিষয়টি মাথায় রাখছে কমিশন।
তবে, মুক্ত থাকার সময় কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারবেন না ছত্রধর। তিনি যদি কোথাও রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন আর সেটা যদি কমিশনের নজরে আসে তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর।