কলকাতা, 29 সেপ্টেম্বর : PTTI পড়ুয়াদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর। BJP-র সদর কার্যালয় থেকে দলীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও PTTI ছাত্রনেতা পিন্টু পাড়ুইয়ের নেতৃত্বে একটি মিছিল বের হয়। কিন্তু, মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ কলুটোলা মোড়ে আসতেই পিন্টু পাড়ুইসহ 30 জন PTTI ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
PTTI পড়ুয়াদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, গ্রেপ্তার 30 - PTTI পড়ুয়াদের বিকাশ ভবন অভিযান
PTTI পড়ুয়াদের নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবন অভিযান শুরু হয় । কিন্তু, সেই মিছিল শুরু হতেই পুলিশ 30 জনকে গ্রেপ্তার করে।
মূলত PTTI পুড়ুয়াদের নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। কিন্তু, সেই মিছিল শুরু হতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পিন্টু পাড়ুই বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা 15 দিন সময় দিচ্ছি। যদি মুখ্যমন্ত্রী এই 15 দিনের মধ্যে কোনও ব্যবস্থা না নেন, তা হলে আমরা কালীঘাটে তাঁর বাড়ি ঘেরাও করব। 2005 সাল থেকে PTTI ছাত্রছাত্রীদের প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত 17 জন PTTI ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। তার পরও মুখ্যমন্ত্রী কথা রাখেননি।"