কলকাতা, 11 জানুয়ারি : শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড । আজ দুপুরে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে ধর্মতলায় জমায়েতকারী হাজার হাজার শিক্ষক-শিক্ষাকর্মী হঠাৎ নবান্নের উদ্দেশে মিছিল শুরু করে দেন । প্রস্তুত ছিল না পুলিশ । তড়িঘড়ি প্রাথমিকভাবে ব্যারিকেড করে বিশাল সেই মিছিল শহিদ মিনারের ময়দানেই আটকানোর চেষ্টা করে পুলিশ । কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা । মেয়ো রোড থেকে লেডি ডাফরিন রোড হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা । বারবার তাদের আটকানোর চেষ্টা করে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ । কিন্তু সব বাধা ভেঙে এগিয়ে যায় বিশাল মিছিল । উপস্থিত থাকা পুলিশ বাধা দিতে গেলে তাদের উপরই চড়াও হয় আন্দোলনকারীরা । অবশেষে রেড রোড ও লেডি ডাফরিন রোড ক্রসিংয়ে মিছিল আটকায় পুলিশ ।
বিভিন্ন স্তরের শিক্ষকদের দাবিদাওয়া আদায় করে নিতে 11 জানুয়ারি আন্দোলনের ডাক দিয়েছিল শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ । সেই সংগঠনে ছাতার তলায় এক হয় 10টি স্তরের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা । পরিকল্পনা ছিল নবান্ন অভিযানের । এর পাশাপাশি রানি রাসমণি রোডে অবস্থান ও অনশনের কর্মসূচি করারও পরিকল্পনা ছিল তাদের । কিন্তু সেখানে বসার অনুমতি পাননি তারা । শেষ পর্যন্ত হাইকোর্ট তাদের শহিদ মিনারের ময়দানে তিনদিন অবস্থানের অনুমতি দেয় । তবে নবান্ন অভিযান না করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । পরিকল্পনা অনুযায়ী এদিন মাদ্রাসা শিক্ষক, স্পেশাল এডুকেটর, এসএসকে-এমএসকে, উচ্চমাধ্যমিকের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা সহ মোট 10 ধরনের স্তর থেকে হাজারে হাজারে শিক্ষক-শিক্ষিকা আসেন শহিদ মিনারের ময়দানে । প্রথমে অবস্থান মঞ্চে কর্মসূচি চললেও দুপুর দেড়টা নাগাদ হঠাৎই নবান্ন অভিযান শুরু করে দেন আন্দোলনকারীরা ।
এই হঠাৎ মিছিলের জন্য প্রস্তুত ছিল না পুলিশ । তবু উপস্থিত কয়েকজন পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করতেই উত্তেজনা সৃষ্টি হয় । কখনও রাস্তার ধারে থাকা বাস-গাড়ি রাস্তার মাঝে এনে ব্যারিকেডের চেষ্টা, তো কখনও প্রিজন ভ্যান রাস্তার মাঝে রেখে হিউম্যান চেন করে আটকানোর চেষ্টা করে পুলিশ । মেয়ো রোড হয়ে লেডি ডাফরিন রোডে মিছিল আসতেই মরিয়া পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তেড়ে যায় । সেই সময় ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ চড়াও হন পুলিশের উপরে । ঘটনাস্থানে থাকা কলকাতা পুলিশের ডিসি সাউথ সুধীর কুমার নীলকণ্ঠম আহত হন । আহত হন আরও এক পুলিশ । অবশেষে রেড রোড ও লেডি ডাফরিন রোড ক্রসিংয়ে ব্যারিকেড, প্রিজন ভ্যান রাস্তার মাঝে রেখে মিছিলকে আটকাতে সফল হয় পুলিশ । ততক্ষণে ঘটনাস্থানে চলে আসে পুলিশ বাহিনীও ।