কলকাতা, 30 সেপ্টেম্বর : চিকিৎসায় গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ উঠল গড়িয়ার একটি নার্সিংহোমে । পরিবারের দাবি, চিকিৎসক ও নার্সদের কর্তব্যের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে । ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে নরেন্দ্রপুর থানায় ।
খাবার খেয়ে শরীর খারাপ, পরে মৃত্যু সদ্যোজাতর !
শুক্রবার জন্ম দিয়েছিলেন যমজ সন্তানের । আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল । কিন্তু হঠাৎ গতকাল দুপুর 3টে নাগাদ জানানো হয় মৃত্যু হয়েছে এক সন্তানের । ঘটনায় উত্তেজনা গড়িয়ার একটি নার্সিংহোমে ।
পাটুলির বাসিন্দা অদিতি সাহা বৃহস্পতিবার গড়িয়ার এক নার্সিংহোমে চিকিৎসক মৃদুলা চৌধুরির অধীনে ভরতি হন । পরদিন তাঁর যমজ পুত্রসন্তান হয় । গতকাল পর্যন্ত সুস্থ ছিলেন মা ও সন্তানরা । আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল । গতকাল সকালে ভিডিয়ো কলে পরিবারের লোকজনকে সদ্যোজাতদের দেখানো হয় । তারপরেই ঘটনার সূত্রপাত ।
অদিতির পরিবারের তরফে জানানো হয়, গতকাল সকাল সাড়ে 9টা নাগাদ একজন নার্স এসে সদ্যোজাতদের মধ্যে একজনকে খাওয়াতে নিয়ে যায় । অভিযোগ, তারপর থেকেই শরীর খারাপ হতে শুরু করে তার । এমন কী, এ বিষয়ে প্রথমে কাউকে কিছু জানানো হয়নি । পরে দুপুর 1টা নাগাদ হাসাপাতালের তরফে ফোন করে জানানো হয় ওই সদ্যোজাতর শারীরিক অবস্থা গুরুতর । দুপুর 3টে নাগাদ তার মৃত্যুর খবর দেওয়া হয় । এরপরই হাসপাতালে উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে IC সুখময় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পৌঁছায় । মৃত সদ্যোজাতর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।