কলকাতা, 27 জানুয়ারি: বিবিসি'র ডকুমেন্টরি নিয়ে অশান্তির আঁচ এসে পৌঁছল কলকাতায় (BBC Documentary The Modi Question) । শুক্রবার প্রেসিডেন্সির ইউনিয়ন রুমে চলছিল বিবিসি'র ডকুমেন্টরি 'দ্য মোদি কোয়েশ্চেন'-এর প্রদর্শনী (The Modi Question) । আধঘণ্টা তা চলার পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওই ঘরটি । যা নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ । উপাচার্যের ঘরের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন পড়ুয়ারা ।
এদিন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) পক্ষ থেকে বিকেল 4টেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং 2002 সালের গুজরাত দাঙ্গার উপর নির্মিত ডকুমেন্টরিটি প্রদর্শন হচ্ছিল । মঙ্গলবার নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের অফিসেও দেখানো হয়েছিল 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' । কিন্তু ছাত্রদের অভিযোগ, মাঝপথেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে দেয় । ঠিক একই ঘটনা দেখা গেল কলকাতাতেও ।
এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রথম আধঘন্টা চলার পরে হঠাৎ করেই স্ক্রিন কালো হয়ে যায় । তারপরেই যেই ঘরে স্ক্রিনিং হচ্ছিল, শুধুমাত্র সেই ঘরটি অন্ধকার হয়ে যায় । যদিও ওই সময় ক্যাম্পাসে আর কোথাও বিদ্যুতের কোনও সমস্যা হয়নি । তারপরেই ছাত্রছাত্রীরা স্লোগান দিতে থাকে । 15-20 মিনিট ঘেরাও করা হয় ডিন অফ স্টুডেন্টসকে । যদিও এর কিছু পরেই আবার বিদ্যুৎ সংযোগ করা হয় ।