কলকাতা, 15 এপ্রিল: লকডাউনে ঝাঁপ পড়েছে মদের দোকানেও । আর এতে বেজায় সমস্যায় পড়েছে সুরাপ্রেমীরা । গোটা দেশে এখন মদের চাহিদা তুঙ্গে । অনেকে ভেবেছিলেন 21 দিন পর লকডাউন উঠলেই খুলবে মদের দোকান । কিন্তু সেই আশায় জল ঢেলে গতকালই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার একদিন পরই নিয়মের তোয়াক্কা না করেই খোদ কলকাতায় খুলল মদের দোকান । পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হল পুলিশকে ।
লকডাউনের মেয়াদ বাড়লেও মানুষের সুবিধার্থে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে । জরুরি পরিষেবা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে । স্বাভাবিকভাবেই মদের দোকান এর আওতায় পড়ে না । তাই বাধ্য হয়েই দোকানে ঝাঁপ ফেলেছিলেন মদ বিক্রেতারা । এরই মধ্যে এক-দুটি রাজ্যে মদের দোকান খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তা সত্ত্বেও বুধবার পূর্ব কলকাতার নারকেলডাঙা মেইন রোডে একটি মদের দোকান খোলা হয় । মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে বেলেঘাটা, ফুলবাগান, নারকেলডাঙা সহ পূর্ব কলকাতার বড় অংশে ।