কলকাতা, 12 ফেব্রুয়ারি : উচ্চপ্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিপ্রার্থী মঞ্চ । সেই অভিযানকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শিয়ালদহের বিগবাজার এলাকায় । পুলিশ মিছিল করতে বাধা দেওয়ায় ব্যারিকেড ভাঙেন বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা । সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। অভিযোগ উঠে লাঠিচার্জেরও। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে বাসে ও প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ ।
নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, আপডেটেড শূন্যপদে নিয়োগ ও দ্রুত নিয়োগের দাবিতে কিছুদিন ধরেই পথে নেমছেন উচ্চ-প্রাথমিকের চাকরি প্রার্থীরা । আজ মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দিতে শিয়ালদহ বিগবাজার থেকে নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ । সেই ডাকে সাড়া দিয়ে সকাল 9টা থেকেই জমায়েত শুরু করে দেন চাকরি প্রার্থীরা। প্রায় 500 প্রার্থী জমায়েত করেন এদিন । তারপরে মিছিল শুরু করতে গিয়েই বাধে বিপত্তি । পুলিশের তরফে তাঁদের জানানো হয়, মিছিল করা যাবে না।