কলকাতা, 7 জুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা SSKM-এ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
গতরাতে খিদিরপুরের পানবাজারের কাছে পথদুর্ঘটনায় আহত হন তিন যুবক । আহতরা হলেন আফসার আলি (১৯), মাজহার আহমেদ (১৯) এবং সোনা (১৯) । আহতরা প্রত্যেকেই খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের বাসিন্দা ।
দুর্ঘটনার পর আহতদের SSKM হাসপাতালে নিয়ে আসা হয় । তার মধ্যে আফসারে অবস্থা গুরুতর । পরিবারের অভিযোগ, কোনও চিকিৎসা না করে ফেলে রাখা হয় আহতদের । বারবার চিকিৎসকদের কাছে অনুরোধ জানিয়েও কোনও সুরাহা হয়নি । এই নিয়ে চিকিৎসকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আহতদের পরিজনরা ।
পরে তা আরও বাড়তে থাকে । উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে । পরিস্থিতি সামলাতে খবর পাঠানো হয় ভবানীপুর থানায় । এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।