কলকাতা, 14 অগাস্ট : পর্ণশ্রী থানা এলাকায় সিন্ডিকেট রাজ । বিল্ডিং তৈরির ইট-বালি-সিমেন্টের সরবরাহ কে করবে তা নিয়ে শুরু হয় বিবাদ । যার জেরে দু'পক্ষের ঝামেলা চরমে পৌঁছায় । রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে পর্ণশ্রী থানা এলাকার বীরেন রায় রোড (পশ্চিম)-এর মুচিপাড়া অঞ্চল । ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে । তাদের বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসা চলছে । ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সিন্ডিকেট নিয়ে বিবাদ, উত্তেজনা পর্ণশ্রীর মুচিপাড়ায় - মুচিপাড়া অঞ্চল
সিন্ডিকেট দৌরাত্ম্য পর্ণশ্রীতে ৷ গতরাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ জখম হন একাধিক জন ৷
![সিন্ডিকেট নিয়ে বিবাদ, উত্তেজনা পর্ণশ্রীর মুচিপাড়ায় parnashree](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8416263-thumbnail-3x2-aa.jpg)
স্থানীয় সূত্রে খবর, গতকাল মাঝরাতে এই ঘটনা ঘটে । সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত জয় দাস ওরফে গুলে আড্ডা দিচ্ছিল তার টিমে থাকা যুবকদের সঙ্গে । হঠাৎই তার উপর চড়াও হয় বিশ্বজিৎ বিশ্বাস ওরফে বিজু এবং তার দলবল । অভিযোগ, বিজু দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় । তারও সিন্ডিকেট ব্যবসা রয়েছে । জয় দাস ওরফে গুলের জন্য এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে অসুবিধা হচ্ছে বিজুর । সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল । গতরাতে ধারালো অস্ত্র এবং পিস্তল নিয়ে চড়াও হয় বিশ্বজিৎ এবং তার দলবল । তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জয়-সহ আরও কয়েকজন । তবে জয়ের আঘাত ততটা গুরুতর নয় । ঘটনা প্রসঙ্গে জয় জানায়, "আমি সাধারণভাবে খুব বেশি রাত পর্যন্ত আড্ডা দিই না । গতরাতে তার ব্যতিক্রম ছিল । হঠাৎই বিজু এবং আরও কয়েকজন ধারালো অস্ত্র এবং পিস্তল নিয়ে আমাদের মারতে আসে । বহুদিন ধরেই আমাদের সঙ্গে থাকা ছেলেদের নানাভাবে উত্ত্যক্ত করছে বিজু । ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।"
এই ঘটনার জেরে, ভাঙচুর হয় তিনটি বাইক । গন্ডগোলের বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারা বিজু সহ তিন জনকে ধরে ফেলে। পরে পুলিশ এলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও বিজুর দাদা সোমনাথ বিশ্বাস বলে, “আমার ভাই এসবের সঙ্গে যুক্ত নয় । আমরা ইট-বালি-সিমেন্টের ব্যবসা করি । ঘটনায় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানাচ্ছি।" ঘটনায় রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হয়েছিল বলে জানায় সোমনাথ । তার দাবি, "শুনেছি জয় এবং তার দলবল BJP-র সঙ্গে যুক্ত । ইট-বালি-সিমেন্টের কারবার করতে হলে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতেই হবে ।" নিজে স্বীকার না করলেও পরোক্ষভাবে সোমনাথ বুঝিয়ে দেয়, বিজু এবং তার দলবল তৃণমূল ঘনিষ্ঠ । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।