পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রোজভ্যালি মামলায় চ্যানেল কর্তাকে তলব করল ED - kolkata

CBI তদন্ত থেকে 'ক্লিন চিট' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রূপলের বিরুদ্ধে। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে ।

রূপল কবিরাজ

By

Published : Jun 11, 2019, 4:45 PM IST


বিধাননগর, 11 জুন : রোজভ্যালি কাণ্ডে ED-র নজরে এবার এক টেলিভিশন চ্যানেলের কর্তা। ওই কর্তা রূপল কবিরাজকে তলব করেছে ED । রোজভ্যালি সংস্থার কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপলকে আগামী সপ্তাহের মধ্যে ED দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছে।


সূত্রের খবর CBI তদন্ত থেকে 'ক্লিন চিট' দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে রূপলের বিরুদ্ধে। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে তদন্তকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে । ED সূত্রে আরো জানা গেছে, দুই IPS কর্তারও এই মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । রূপল ও গৌতমের সঙ্গে তাদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ এসেছে ED-র হাতে। আগামী সপ্তাহের শুরুতে রূপলকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ED সূত্রে জানা গেছে রূপলের সঙ্গে গৌতমের ব্যবসায়িক সম্পর্ক ছিল । একটি বিনোদনমূলক চ্যানেলের দায়িত্বে ছিল সে । সেই সূত্রে গৌতমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অভিযোগ, গৌতম CBI তদন্ত থেকে বাঁচতে রূপলের দ্বারস্থ হয়েছিল । এজন্য গৌতমের কাছ থেকে ২ কোটি টাকা নেয় রূপল । তারপর গ্রেপ্তার হয় গৌতম । গৌতমকে জেরা করে তদন্তকারীরা রূপলের নাম জানতে পারে । এছাড়াও কয়েকজন পুলিশকর্তা, চলচ্চিত্র ব্যক্তিত্ব , রাজনৈতিক নেতাদের নাম গৌতমের কাছ থেকে জানতে পারে তদন্তকারীরা । এই মামলাতেই চলতি বছরের ২৪ জানুয়ারি গ্রেপ্তার হয় শ্রীকান্ত মোহতা । তার বিরুদ্ধেও গৌতমের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details