পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja Carnival: কার্নিভাল দেখে বাড়ি ফিরবেন, কেমন থাকছে পরিবহন ব্যবস্থা! - দুর্গাপুজোর কার্নিভাল

দুর্গাপুজোর কার্নিভাল দেখে বাড়ি ফেরার সাধারণ মানুষের কোনও অসুবিধা না-হয় তা নিয়ে তৎপর প্রশাসন ৷ বাড়ানো হল বাসের সংখ্যা ৷ বদল করা হলো মেট্রোর সময়সূচিও ৷ পাশাপাশি সময় বদল হয়েছে কার্নিভালেরও ৷

Transport on Durga Puja carnival parade
কার্নিভাল দেখে বাড়ি ফিরতে কেমন থাকছে পরিবহন ব্যবস্থা

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 6:56 PM IST

কলকাতা, 26 অক্টোবর: দুর্গাপুজো শেষ ঠিকই তবে গত কয়েক বছর ধরে পুজোর পরে আকর্ষণের কারণ হয়ে উঠেছে কার্নিভাল ৷ 27 অক্টোবর রেড রোডে কলকাতার ও আশেপাশের সব থেকে জনপ্রিয় প্রতিমাগুলি রেড রোডে পুজো কার্নিভালে সামিল হবে । গতবছরের মত এই বছরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই কার্নিভাল দেখতে হাজির হবেন বহু মানুষ ৷ তার জন্য বাস এবং মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে ৷

রেড রোডের কার্নিভালের সময় পরিবর্তনের কথাও সামনে এসেছে বুধবার । আগে ঠিক ছিল বিকেল সাড়ে চারটে থেকে এই কার্নিভাল শুরু হবে । বৃহস্পতিবার আইএনসিএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, সাড়ে চারটে নয় চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন এবার কার্ণিভাল আরো আকর্ষণীয় হতে চলেছে।

গতবছরের মতো এই বছরও কার্নিভালের আয়োজন করা হয়েছে রেড রোডেই ৷ রেড রোডে পৌঁছনোর সুবিধার জন্য প্রশাসনের তরফে পর্যাপ্ত সরকারি বাস মোতায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ এছাড়া মেট্রো কর্তৃপক্ষকে আগেই আবেদন জানানো হয়েছিল পর্যাপ্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা করার ৷ আগামিকাল কার্নিভাল দেখে ফেরার সময় কোনও অসুবিধা না-হয় তার জন্য মাঝরাত পর্যন্ত মেট্রো চলাচলের ব্যবস্থা করা হয়েছে ৷ শুক্রবার ব্লু লাইনে 234টি র পরিবর্তে সারাদিনে 252টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে ।

দিনের প্রথম মেট্রোর সময়:কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 সময়।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে।

দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে।

দিনের শেষ পরিষেবা:দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার জন্য দিনের শেষ মেট্রো 9.28 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 10.58 মিনিট পর্যন্ত ।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য শেষ মেট্রো রাত 9.30-এর পরিবর্তে পাওয়া যাবে রাত 10 টা পর্যন্ত।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার জন্য দিনের শেষ মেট্রো রাত 9.40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 11.10 মিনিট পর্যন্ত ।

কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার জন্য শেষ মেট্রো রাত 9.40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 11.10 মিনিট পর্যন্ত ।


একইভাবে পর্যাপ্ত পরিমাণে থাকছে সরকারি বাসও । আগামিকাল রেড রোড পর্যন্ত যাতায়াতের সুবিধার জন্য় 23টি অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগ ।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুর জেল মিউজিয়ামে শিল্পপতীদের নিয়ে বিজয়া সম্মেলনী

অতিরিক্ত বাসের তালিকা এক নজরে:এসপ্ল্যানেড-গড়িয়া 2টি বাস

এসপ্ল্যানেড-নিউ টাউন: 2টি বাস

এসপ্ল্যানেড-ডানলপ ও বালিগঞ্জ: 2টি বাস


এসপ্ল্যানেড-গড়িয়া: 2টি বাস

হাওড়া-ইডেন গার্ডেন-গড়িয়া: 1টি বাস

এসপ্ল্যানেড-পাটুলি: 2টি বাস

এসপ্ল্যানেড-যাদবপুর: 2টি বাস

এয়ারপোর্ট-নবান্ন: 2টি বাস

এসপ্ল্যানেড-নিউ টাউন: 2টি বাস

এসপ্ল্যানেড-ঠাকুরপুকুর: 1টি বাস

এসপ্ল্যানেড - আমতলা: 2 টি বাস

এসপ্ল্যানেড-গড়িয়া: 2টি বাস

এসপ্ল্যানেড-পর্ণশ্রী: 1টি বাস

আরও পড়ুন:বাজল বিদায়ের সুর, বরণ আর সিঁদুর খেলায় মাতলেন মিমি ঋতাভরীরা

ABOUT THE AUTHOR

...view details