কলকাতা, 28 ডিসেম্বর: আদিবাসী সম্প্রদায়ের ‘‘হুল দিবস’’-এর কারণে রাজ্য সরকারের তরফে 2021 সালের উচ্চমাধ্যমিকের 30 জুন তথা শেষ দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে । সেই প্রস্তাব মেনে উচ্চমাধ্যমিকের সূচিতে পরিবর্তন করল সংসদ । পরিবর্তিত সূচিতে 30 জুনের পরীক্ষা পিছিয়ে 2 জুলাই করা হয়েছে । অর্থাৎ, নতুন সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15 জুন । চলবে 2 জুলাই পর্যন্ত ।
গত 24 ডিসেম্বর 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেই সূচি অনুযায়ী, 15 জুন থেকে 30 জুন পর্যন্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল । 30 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের । কিন্তু, 26 ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, 30 জুন আদিবাসী সম্প্রদায়ের ‘‘হুল দিবস’’ । তাই ওইদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে সংসদের কাছে । পরিবর্তিত পরীক্ষার দিন সংসদের তরফে ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি । সেই অনুযায়ী আজ পরিবর্তিত সূচি প্রকাশ করল সংসদ । উচ্চমাধ্যমিকের সঙ্গে একাদশের বার্ষিক পরীক্ষার সূচিও পরিবর্তন করা হয়েছে ।