পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের সূচিতে পরিবর্তন, 30 জুনের বদলে পরীক্ষা শেষ 2 জুলাই - উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

26 ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, 30 জুন আদিবাসী সম্প্রদায়ের ‘‘হুল দিবস’’ । তাই ওইদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে সংসদের কাছে । পরিবর্তিত পরীক্ষার দিন সংসদের তরফে ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি ।

উচ্চমাধ্যমিকের সূচিতে পরিবর্তন
উচ্চমাধ্যমিকের সূচিতে পরিবর্তন

By

Published : Dec 28, 2020, 10:38 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: আদিবাসী সম্প্রদায়ের ‘‘হুল দিবস’’-এর কারণে রাজ্য সরকারের তরফে 2021 সালের উচ্চমাধ্যমিকের 30 জুন তথা শেষ দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে । সেই প্রস্তাব মেনে উচ্চমাধ্যমিকের সূচিতে পরিবর্তন করল সংসদ । পরিবর্তিত সূচিতে 30 জুনের পরীক্ষা পিছিয়ে 2 জুলাই করা হয়েছে । অর্থাৎ, নতুন সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15 জুন । চলবে 2 জুলাই পর্যন্ত ।

গত 24 ডিসেম্বর 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সেই সূচি অনুযায়ী, 15 জুন থেকে 30 জুন পর্যন্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল । 30 জুন পরীক্ষা হওয়ার কথা ছিল স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের । কিন্তু, 26 ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, 30 জুন আদিবাসী সম্প্রদায়ের ‘‘হুল দিবস’’ । তাই ওইদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে সংসদের কাছে । পরিবর্তিত পরীক্ষার দিন সংসদের তরফে ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন তিনি । সেই অনুযায়ী আজ পরিবর্তিত সূচি প্রকাশ করল সংসদ । উচ্চমাধ্যমিকের সঙ্গে একাদশের বার্ষিক পরীক্ষার সূচিও পরিবর্তন করা হয়েছে ।

সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তি

আরও পড়ুন :- পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সংসদের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিদ্যায়তন প্রধানকে জানানো যাচ্ছে যে, রাজ্য সরকারের নির্দেশে এবং হুল দিবসের পরিপ্রেক্ষিতে 2021 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার 30 জুনের পরিবর্তে 2 জুলাই অনুষ্ঠিত হবে । একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নির্ধারিত 30 জুনের পরিবর্তে 2 জুলাই অনুষ্ঠিত হবে । সময়সূচি উভয় ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে ।" সংসদের ওয়েবসাইটে সম্পূর্ণ পরিবর্তিত সূচি দিয়ে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details