কলকাতা, 17 মার্চ: দুই কেন্দ্রের উপনির্বাচনের জেরে বদলাল উচ্চমাধ্যমিকের সূচি (New Routine of HS Examination), 6 থেকে 15 এপ্রিল থাকছে না কোনও পরীক্ষা ৷ বৃহস্পতিবার নবান্নে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চলতি বছরে 2 এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কিন্তু, রাজ্যের পূর্ব ঘোষিত ওই সময়সূচির মধ্য়েই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়েছে ৷ তাই মনে করা হচ্ছিল জটিলতা এড়াতে উচ্চমাধমিকের দিনক্ষণ বদলাতে পারে ৷ এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত সূচি মেনেই আগামী 2 এপ্রিল শুরু হবে উচ্চমাধ্যমিক ৷ ওইদিন হবে প্রথম ভাষার পরীক্ষা ৷
দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে 4 এপ্রিল ৷ 5 এপ্রিল হবে ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ৷ মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, উপনির্বাচন থাকায় এবং 14 ও 15 এপ্রিল ছুটির দিন থাকায় 6 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না ৷ 16 এপ্রিল আবার পরীক্ষা হবে ৷ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে 27 এপ্রিল ৷ পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত ৷ 21 এপ্রিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির জয়েন্ট থাকায় সেদিনও কোনও পরীক্ষা থাকছে না ৷ রাজ্য জয়েন্ট পরীক্ষা হবে 30 এপ্রিল ৷ এদিন উচ্চমাধ্যমিকের নয়া নির্ঘণ্ট ঘোষণার আগে এদিন মুখ্যমন্ত্রী বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং শিক্ষা দফতরের সচিবের সঙ্গে ৷