পশ্চিমবঙ্গ

west bengal

Kolkata Metro Service: ইউপিএসসি পরীক্ষার জন্য এগিয়ে এল মেট্রোর সময়সূচি

By

Published : Sep 2, 2022, 9:04 PM IST

মেট্রোর সময়সূচিতে বদল (Kolkata Metro Service)৷ ইউপিএসসি পরীক্ষা থাকার জন্য মেট্রো পরিষেবা এগিয়ে আনল মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

Etv Bharat
মেট্রোর সময়সূচি

কলকাতা, 2 সেপ্টেম্বর: আগামী 4 সেপ্টেম্বর, রবিবার রাজ্যে ইউপিএসসি পরীক্ষা । তাই ওইদিন পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে দিনের প্রথম মেট্রোর সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ(change in metro Timetable for UPSC Exam)। শুক্রবার এমনটাই জানানো হয়েছে ।

পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই রবিবার মেট্রো চালানো হবে(Metro Time Table)। ওইদিন প্রথম মেট্রো পরিষেবা সকাল 9টার পরিবর্তে চালু হবে সকাল 8টা থেকে । পরীক্ষার জন্য দেওয়া হচ্ছে মোট 164টি পরিষেবা (82 আপ ও 82 ডাউন)। মোট সংখ্যার মধ্যে চলবে 134টি (67 আপ ও 67 ডাউন) পরিষেবা চলবে কবি সুভাষ মেট্রো স্টেশন ও দক্ষিণেশ্বরের মধ্যে ।

রবিবার মেট্রোর সময়সূচি :

  1. কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 8টায় ছাড়বে ।
  2. দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 8টায় ছাড়বে ৷
  3. দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 8টায় ছাড়বে ৷
  4. দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 8 টায় ছাড়বে ৷

যদিও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি ৷

আরও পড়ুন :এবার মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার, বসানো হচ্ছে চা-কফির মেশিনও

ABOUT THE AUTHOR

...view details