কলকাতা, 28 মে : করোনার জেরে সমস্ত রাজ্যের মত পশ্চিমবঙ্গও আর্থিকভাবে সমস্যায় মুখে পড়েছে । তাই জিএসটি থেকে আশানুরূপ আয় না হলে, রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার । যার মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই । তাই সেই মেয়াদ আরও কিছুটা বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনও কেন্দ্রের তরফে রাজ্যকে কিছু জানানো হয়নি (Chandrima Bhattacharya slams Modi Govt on GST compensation)। শনিবার চাটার্ড অ্যাকাউন্টেন্ট-এর একটি অনুষ্ঠানে এসে এই কথাই জানান অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
আজ মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টেন্টস লাইব্রেরীর 75তম বর্ষপূর্তি উৎসব । জটিল অর্থনীতির প্রেক্ষিতে ভারতের আর্থিক অবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই বিষয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উচ্চতর দক্ষতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি করা এই সংস্থার মূল লক্ষ । এই অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima slams Modi Govt)।
মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টেন্টস লাইব্রেরীর 75 তম বর্ষপূর্তি উৎসব কারণ ব্যবসায় সংক্রান্ত আইন ও তৎসংশ্লিষ্ট ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও পারস্পারিক সহযোগীতার পরিবেশ সৃষ্টি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে রাজ্য সরকারের লক্ষ । সাধারণ মানুষের ট্যাক্স-এর কাজকে আরও সহজ করে দেওয়া থেকে শুরু করে অফলাইন থেকে অনলাইনে পুরো বিষয়টিগুলি করার ক্ষেত্রে চাটার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিনিয়ত সাহায্য করেন । এমনটাই জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
আরও পড়ুন :Cal HC on Ragging : ব়্যাগিংয়ে আহতের চিকিৎসার খরচ দেবে অভিযুক্তরা, নির্দেশ কলকাতা হাইকোর্টের
এই উপলক্ষে আজ সারাদিন ধরে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান এবং সেমিনার চলবে । সেমিনারের মূল ভাবনা হল '75 ইয়ারস অফ এক্সেলেন্স বাই নলেজ শেয়ারিং (75 years of Excellence by Knowledge Sharing)। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "পেট্রোল ও ডিজেলের দামের উপর আগেই রাজ্য ছাড় দিয়েছে । কেন্দ্র যদি আরও একটু কমায় তাহলে সেই ক্ষেত্রে পেট্রোপণ্যের দাম আরও কিছুটা কমবে ।"
শনিবার চাটার্ড অ্যাকাউন্টেন্ট-এর একটি অনুষ্ঠানে যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য