কলকাতা, 19 ফেব্রুয়ারি:কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে তার প্রাপ্য অর্থ দিতে বাধ্য ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এক্ষেত্রে অজুহাত হতে পারে না ৷ মোদি সরকারের থেকে বকেয়া টাকা না-পাওয়া প্রসঙ্গে একথা জানালেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Allegation of corruption against a state government cannot be an excuse for the Union government) ৷
শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ-সহ বিরোধী দলশাসিত রাজ্যগুলির পাওনা টাকা মিটিয়ে দেবে বিজেপি সরকার ৷ এই টাকা নিয়ে বারে বারে কেন্দ্রের কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, "তর্কের খাতিরে ধরে নিলাম, আমরা দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছি ৷ কিন্তু সেই কারণে যাঁরা কাজ করছেন, কেন্দ্র তাঁদের টাকা বন্ধ করে দেবে, এটা হতে পারে না ৷ মনরেগা আইনের (Mahatma Gandhi National Rural Employment Generation Act) অধীনে 15 দিনের মধ্যে কেন্দ্রীয় তহবিল থেকে একশো দিনের কাজের প্রকল্পের টাকা রাজ্য সরকারের কাছে আসবে ৷ সাধারণ মানুষের উন্নয়নের জন্য এই প্রকল্প ৷ এই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় প্রজেক্টের সব টাকাই বন্ধ করেছে বিজেপি সরকার ৷" এতেই থামেননি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী ৷ তাঁর মতে, মানুষই ঠিক করবে দুর্নীতিতে আসলে কে জড়িত ৷
আরও পড়ুন:পণ্য করের হারে কাটছাঁট, দাম কমছে একাধিক সামগ্রীর
এক্ষেত্রে চন্দ্রিমা রাজ্য সরকারের কাছ থেকে কর আদায়ের প্রসঙ্গ টানেন ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে করের হিসেব বুঝে নেয় ৷ সেই সময় তাদের মনে থাকে না যে যেখান থেকে কর আদায় করা হচ্ছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তাই ঠিক এক যুক্তিতে, যখন কেন্দ্র থেকে সরকারের কাছে বরাদ্দ অর্থ আসার কথা, তখন তারা দুর্নীতিকে ইস্যু করছে কেন ? এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় ৷"