কলকাতা, 11 অক্টোবর: এবার কলকাতা মেট্রোর টোকেনে থাকবে ভারতীয় চন্দ্রযান-3 এর লোগো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের ঐতিহাসিক সাফল্যকে স্মৃতিতে ধরে রাখতেই এই উদ্যোগ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের ৷ গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান বিক্রম অবতরণ করে ৷ যে কৃতিত্ব বিশ্বের প্রথম দেশ হিসেবে অর্জন করেছে ভারত ৷ সেই চন্দ্রযান-3 এর লোগো আজ থেকে কলকাতা মেট্রোর টোকেনে থাকবে ৷
নবকলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর টোকেন ৷ এই নতুন টোকেনগুলি যাত্রীদের মনে করিয়ে দেবে সেই ইতিহাস গড়ার মুহূর্তের ঘটনা ৷ মেট্রো যাত্রীরা স্মারক হিসেবে এই টোকেনগুলি কাউন্টার থেকে কিনতে পারবেন আলাদাভাবে ৷ কলকাতা মেট্রো নেটওয়ার্কের সবক’টি রুট অর্থাৎ ব্লু লাইন, গ্রিন লাইন ও পার্পেল লাইনের সমস্ত টিকিট কাউন্টার থেকেই বিক্রি করা হবে এই নতুন টোকেনগুলি ৷
পুজোর সময় থেকেই টিকিট কাউন্টার থেকে যাত্রীরা হাতে পাবেন চন্দ্রযান-3 এর লোগো বসানো এই বিশেষ টোকেন ৷ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিশেষ এই টোকেনগুলি পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হবে ৷ কোনও যাত্রী এই টোকেন কিনতে এসে খালি হাতে ফিরে না যান, তার জন্যই এই ব্যবস্থা ৷