পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল ও রবিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়ার খবর

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল ৷ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ৷ কলকাতায় আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে ৷

weather update
সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা

By

Published : Aug 14, 2020, 1:58 PM IST

কলকাতা, 14 অগাস্ট : বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । নিম্নচাপটি ওড়িশা উপকূলে অবস্থান করছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর করবে । ফলে দুদিন পর থেকে আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ । এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে । ইতিমধ্যে ওই দুই রাজ্যে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে ৷ আর শনি ও রবিবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল ও রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91 শতাংশ, সর্বনিম্ন 68 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details