পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টি মাথায় প্যান্ডেল হপিং! কী বলছে আলিপুর - Rain in Durga Pujo

ঝাড়খণ্ড ও ওড়িশায় জোড়া ঘূর্ণাবর্ত । সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি । যার জেরে আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ।

ফাইল ফোটো

By

Published : Oct 4, 2019, 6:20 PM IST

Updated : Oct 4, 2019, 7:27 PM IST

কলকাতা, 4 অক্টোবর : ঝাড়খণ্ড ও ওড়িশায় জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতা, দুই 24 পরগনা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে পঞ্চমীর পর সপ্তমীতেও কিন্তু ছাতা, বর্ষাতি সঙ্গে নিয়েই পুজোয় ঠাকুর দেখতে হতে পারে ।

গতকালই আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে রাজ্যে । যার জেরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এবার সেই সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ও রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । যদিও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অষ্টমীর পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । অর্থাৎ 7 ও 8 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে পুজোর শেষ দু'দিনও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।

আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা রয়েছে । বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষষ্ঠীতেও । আগামী 24 ঘণ্টা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

Last Updated : Oct 4, 2019, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details