পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে উপাচার্যদের সঙ্গে বৈঠকের ডাক ধনকড়ের - উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে উপাচার্যদের সঙ্গে বৈঠকের ডাক

বিতর্কের পথ এড়িয়ে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করার ইচ্ছা টুইটারে প্রকাশ করলেন আচার্য । আগামী সাতদিনের মধ্যেই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চান বলে টুইটারে জানিয়েছেন তিনি ।

Jagdeep Dhankhar
ফাইল ফোটো

By

Published : Jun 16, 2020, 4:02 AM IST

কলকাতা, 15 জুন : উপাচার্যদের সঙ্গে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের বৈঠক নিয়ে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে । তবে, এবার বিতর্কের পথ এড়িয়ে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করার ইচ্ছা টুইটারে প্রকাশ করলেন আচার্য জগদীপ ধনকড় । আগামী সাতদিনের মধ্যেই উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চান বলে টুইটারে জানিয়েছেন তিনি । সেইমতো ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে উপযুক্ত ব্যবস্থা করার কথাও বলা হয়েছে ।

বিগত কয়েকদিন ধরে উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলে ও বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপাল তথা আচার্যের কাছে জমা দিয়েছে একাধিক ছাত্র সংগঠন । সেই প্রেক্ষিতেই পড়ুয়া ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করার ইচ্ছে প্রকাশ করে টুইট করেন আচার্য জগদীপ ধনকড় ।

আজ তিনি টুইটে করে জানান, রাজ্যপালের সচিবের তরফে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবের সঙ্গে যোগাযোগ করে সাতদিনের মধ্যে এই ভার্চুয়াল কনফারেন্সের ব্যবস্থা করতে বিষয়টিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ।

রাজ্যে সামগ্রিকভাবে উচ্চশিক্ষার অবস্থা, কবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যাবে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানগুলি কতটা প্রস্তুত, এই ধরনের একাধিক বিষয়ে ছাত্র প্রতিনিধিদের থেকে বেশ কিছু প্রশ্ন আসছে । কোরোনা পরিস্থিতিতে যে প্রশ্নগুলির উত্তর পাওয়া যাচ্ছে না । তাই আশঙ্কিত পড়ুয়াদের স্বচ্ছ ধারণা দিতে জরুরিভিত্তিতে এই বৈঠক চাইছেন জগদীপ ধনকড় । বৈঠকের কথা টুইট করে জানানোর পর একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details