পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor at JU Convocation: শিক্ষাই পারে সমাজকে আরও উন্মুক্ত করতে, যাদবপুর সমাবর্তনে বার্তা রাজ্যপালের - Jadavpur University

সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করতে গেলে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আচার্য সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ঘিরে বিক্ষোভ দেখানো হয় এসএফআই এবং ফেটসু-র তরফে ৷ যদিও বিক্ষোভ এড়িয়ে বক্তব্য রাখেন রাজ্যপাল ৷ পরে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে কথাও বলেন তিনি ৷

Etv Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল

By

Published : Dec 24, 2022, 5:40 PM IST

Updated : Dec 24, 2022, 9:52 PM IST

আচার্যকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে যা বললেন সহ-উপাচার্য

কলকাতা, 24 ডিসেম্বর:সমাবর্তন উৎসবে ছাত্রবিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ৷ কলকাতা মেডিক্যাল কলেজের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তাল হল যাদবপুর ৷ তিনবছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ শনিবার সমাবর্তন সভায় আচার্য তথা রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস যোগদান করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এসএফআই এবং ফেটসু'র পক্ষ থেকে (SFI and FETSU agitation at JU convocation)। এদিন বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে যখন মঞ্চে শংসাপত্র তুলে দিচ্ছিলেন আচার্য, তখন বাইরে উত্তাল হয় পরিস্থিতি । রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের 5 নং গেট দিয়ে ঢুকে গাড়ি থেকে নামার পরই স্লোগান দিতে থাকে পড়ুয়ারা।

তবে জটিল পরিস্থিতির মধ্যেও রাজ্যপাল মঞ্চে বক্তব্য রাখেন এবং তারপর বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে কথা বলেন (CV Ananda Bose gives messages at JU convocation)। আচার্য সিভি আনন্দ বোস বলেন, "দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে । শিক্ষা মানুষকে উন্মুক্ত করে । শিক্ষা সমাজকে উন্নতির পথে নিয়ে যায়।" তিনি তাঁর বক্তব্যে ছাত্র আন্দোলনের কথাও বলেন।

আরও পড়ুন:রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজভবনে মুখ্যমন্ত্রী

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে রাজ্যপালের সামনে ছাত্র সংগঠনের বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। সহ-উপাচার্য বলেন, "আমি এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। ছাত্ররা বহুদিন ধরেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। তবে এভাবে রাজ্যপালের কাছে তাদের দাবি-দাওয়াগুলি তুলে ধরার বিষয়টি উচিত না অনুচিত, সেই বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারব না। এখানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, তারাই সিদ্ধান্ত নেবেন।"

আরও পড়ুন:যাদবপুরের সমাবর্তনে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা রাজ্যপালের

তিনি আরও বলেন, "ছাত্র প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমরা রাজ্যপালের কাছে তাদের এই দাবিটি জানাই। রাজ্যপাল রাজি হয়েছিলেন তাঁদের সঙ্গে কথা বলতে এবং ছাত্রদের একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি কথাও বলেন। তিনি এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেই আশ্বাস দিয়েছেন।"

Last Updated : Dec 24, 2022, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details