কলকাতা, 21 নভেম্বর : আজও কলকাতায় আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে । ভোররাত থেকে শহর ও শহরতলির বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 59 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 22.6 মিলিমিটার ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজ্যজুড়ে আকাশ মেঘলা থাকবে । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।