পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা - আলিপুর আবহাওয়া অফিস

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজ্যজুড়ে আকাশ মেঘলা থাকবে । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে ।

রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে আজও বৃষ্টির সম্ভাবনা

By

Published : Nov 21, 2020, 1:12 PM IST

কলকাতা, 21 নভেম্বর : আজও কলকাতায় আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে । ভোররাত থেকে শহর ও শহরতলির বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 59 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 22.6 মিলিমিটার ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজ্যজুড়ে আকাশ মেঘলা থাকবে । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হবে । আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ফের কমতে থাকবে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতাসহ গোটা রাজ্যে সোমবার থেকে বুধবারের মধ্যে বেশ খানিকটা নামবে তাপমাত্রা । জেলায় প্রায় 15 ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা কমতে পারে । রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ । শুক্রবারের পর ফের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ ৷ সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে নিম্নচাপটি । এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিসহ সংলগ্ন এলাকায় । আগামী 48 ঘণ্টায় দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানে ও উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের সর্তকতা দিয়েছে মৌসম ভবন ।

ABOUT THE AUTHOR

...view details