পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এখনও দু'দিন চলবে বৃষ্টি, ফের ভাসবে কলকাতা ? - দক্ষিণবঙ্গের জেলা

আজ সন্ধ্যা থেকেই বজ্রবিদুৎসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে ৷ তাই আগামী দু'দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমসহ পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

ফাইল ফোটো

By

Published : Aug 16, 2019, 9:40 PM IST

Updated : Aug 16, 2019, 11:56 PM IST

কলকাতা, 16 অগাস্ট : রাতে কলকাতায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ৷ আগামী দু'দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ পুরুলিয়া, বীরভূমসহ পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আজ সন্ধ্যা থেকেই বজ্রবিদুৎসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত৷ সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে ৷ আগামী দু'দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷

দক্ষিণবঙ্গ জেলাগুলোর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে । আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আগামী দু'দিন কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুরে দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে । কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বৃষ্টিতে ভাসছে কলকাতা


তবে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনও সর্তকতা নেই । সমুদ্রপৃষ্ঠ থেকে শ্রীনিকেতন হয়ে উত্তর-পূর্ব দিকে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে । তাই, উত্তরবঙ্গের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ।

এদিকে, আজ সন্ধ্যা থেকে বৃষ্টির জেরে জল থইথই কলকাতা । জলের তলায় চলে গেছে বহু রাস্তা । পরিস্থিতি মোকাবিলায় তৎপর পৌর কর্মীরা । তবে, চিন্তার ভাঁজ বাড়িয়েছে জোয়ার । 11টার পর ভারী বৃষ্টি হলে জল নামবে না । তাই, আগামী দু'দিন টানা বৃষ্টি হলে কী হবে ? জানা নেই কারোর ।

Last Updated : Aug 16, 2019, 11:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details