কলকাতা, 29 জুলাই : এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে । এই সুস্পষ্ট নিম্নচাপের জেরে আগামী দুদিন রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পশ্চিমের কিছু জেলা-সহ কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা মুর্শিদাবাদ ও নদিয়া, দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী দু'দিন সমুদ্র উত্তাল থাকার কারণে আজ এবং আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার দু'এক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । তবে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । ভারী বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
আরও পড়ুন :Horoscope for 29 July : সঙ্গীর সান্নিধ্যে সুন্দর দিন কাটবে কারও, কর্মক্ষেত্রে কাজের ফল পাবেন কেউ