কলকাতা, 21 জুলাই: গত বিধানসভা হোক বা পৌরসভা এমনকি হালের পঞ্চায়েত নির্বাচন ৷ ভোট বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দুই হাতিয়ার ছিল স্বাস্থ্য সাথী ও লক্ষ্মীর ভাণ্ডার ৷ ধর্মতলায় শহিদ সমাবেশের জহির হতে সেই দুই প্রকল্পকে তুলে ধরল নদিয়ার চাকদা থেকে আসা তৃণমূলের মহিলা ব্রিগেড ৷ দলের এক কর্মীর মেয়েকে ‘লক্ষ্মী’ সাজিয়ে একুশের সমাবেশে হাজির করেছে তারা ৷ যে ‘লক্ষ্মী’র এক হাতে তৃণমূলের দলীয় পতাকা এবং অন্য হাতে দেওয়া হয়েছে ‘লক্ষ্মীর-ভাঁড়’ ৷
নদিয়ার সেই তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ সঙ্গীতা হাজরা নামে এক মহিলা তৃণমূল কর্মীর কথায়, ‘‘গ্রাম বাংলার মা-বোনদের মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প এনেছেন, তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার ৷ সেই প্রকল্পকে বাস্তবে তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি এই প্রকল্পে মা-বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিমাসে রাজ্যের সরকার যে টাকা দেয়, তাতে অনেক রকমভাবে উপকৃত হচ্ছেন তাঁরা ৷’’
ওই তৃণমূল কর্মী আরও বলেন, ‘‘গ্রামবাংলা হোক বা শহরের অধিকাংশ মহিলার ঘর সামলাতেই দিন শেষ ৷ ফলে চাইলেও অর্থ রোজগার করে উঠতে পারেন না ৷ আবার তাঁরা স্বামী বা বাড়িতে অর্থ রোজগার করেন যাঁরা, তাঁদের মুখাপেক্ষী হয়ে থাকেন ৷ তবে, লক্ষ্মীর ভাণ্ডার সেই ছবি বদলে দিয়েছে ৷ প্রতি মাসে জমানো টাকা তাঁরা দরকারে নিজেদের মতো করে খরচ করছেন ৷ এই প্রকল্প দেশে সবচেয়ে জনপ্রিয় ৷ যার শ্রষ্ঠা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’