কলকাতা, 18 জানুয়ারি: আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Asansol Stampede Case) রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হল আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির ৷ আগামী 3 সপ্তাহের জন্য তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Chaitali Tiwari Protection Extend for Another 3 Weeks) ৷ ফলে এই 3 সপ্তাহে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ রাজ্য পুলিশ প্রশাসন নিতে পারবে না ৷ মাস খানেক আগে শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক শিশু-সহ 3 জনের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় আসানসোল পৌরনিগমের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বিজেপির চৈতালী তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ ৷ তিনি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তিওয়ারির স্ত্রী । দল বদল করে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যান তিনি । পরে বিজেপির টিকিটেই কাউন্সিলর নির্বাচিত হন চৈতালি ।
আসানসোল উত্তর থানার সেই এফআইআর-এর বিরুদ্ধে গতবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চৈতালি ৷ সেই মামলায় গত 22 ডিসেম্বর কলকাতা হাইকোর্ট তাঁকে 3 সপ্তাহের রক্ষাকবচের নির্দেশ দেয় ৷ সেই মেয়াদ শেষে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন চৈতালি তিওয়ারি ৷ এদিন ফের তাঁর রক্ষাকবচের মেয়াদ 3 সপ্তাহের জন্য বাড়িয়েছেন বিচারপতি ৷
এদিন আদালতে চৈতালি তিওয়ারি আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "মামলাকারী আসানসোল পৌরসভার কাউন্সিলর ৷ ঘটনার দিন প্রথমে পুলিশ সেখানে উপস্থিত ছিল ৷ কিন্তু, হঠাৎই সেখান থেকে পুলিশ চলে যায় ৷ তারপরই সাধারণ মানুষ হুড়োহুড়ি করে কম্বল নিতে যায় ৷ ফলে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে ৷ এরপর পুলিশ ওয়ার্ড কাউন্সিলর চৈতালি তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ সেই এফআইআর এর বিরুদ্ধে আদালতে মামলাকারী রক্ষাকবচের আবেদন করেছিলেন ৷ বিচারপতি জয় সেনগুপ্ত ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছেন ৷"