পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Football World Cup: গ্যালারি থেকে সাক্ষী দশটি বিশ্বকাপের, পেয়েছেন পেলে-মারাদোনার সান্নিধ্য; ইটিভি ভারতে স্মৃতিচারণায় চৈতালি চট্টোপাধ্যায়

86 বছরেও দেশ-বিদেশে খেলা দেখার স্মৃতি টাটকা(Football World Cup)৷ খেলা পাগল স্বামীর সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে খেলা দেখেছেন তিনি ৷ বিশ্বকাপের মরশুমে ইটিভি ভারতের সঙ্গে সেদিনের গপ্পো-আড্ডায় চৈতালি চট্টোপাধ্যায়(Chaitali Chatterjee)৷

Etv Bharat
চৈতালি চট্টোপাধ্যায়

By

Published : Dec 4, 2022, 6:47 PM IST

Updated : Dec 5, 2022, 1:42 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: চলছে ফুটবল বিশ্বকাপ । আর এই বিশ্বকাপের আবহে ইটিভি ভার‍ত পৌঁছে গেল পরপর দশটি বিশ্বকাপের সাক্ষী ফুটবলপ্রেমী পান্নালাল চট্টোপাধ্যায়ের স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায়ের কাছে (Chaitali Chatterjee)। স্বামী-স্ত্রী মিলে প্রতি চার বছর অন্তর পৌঁছে যেতেন বিশ্বের বিভিন্ন প্রান্তে । 1982 সাল থেকে 2018 পর্যন্ত পরপর 10টি বিশ্বকাপ দেখেছেন । ঘুরেছেন ব্রাজিলে পেলের বাড়িতেও । ছবি তুলেছেন পেলে ও পছন্দের ফুটবলার মারাদোনার সঙ্গে ।

সেদিনের সব অভিজ্ঞতা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন বছর 86-এর চৈতালি দেবী ৷ বিশ্বকাপে নিজের দেশকে না-দেখার ব্যথা বুকে চেপে প্রত্যেকবার বিদেশের গ্যালারিতে বসে ভারতের জাতীয় পতাকা ওড়াতেন দু'জনে ৷

ইটিভি ভারতের সঙ্গে আলাপচারিতায় চৈতালি চট্টোপাধ্যায়

শুধু ফুটবল বিশ্বকাপ নয়, ডার্বি ম্যাচ নিয়েও সমান উন্মাদনা রয়েছে তাঁর ৷ স্বামীর সঙ্গে সন্তোষ ট্রফির বহু ম্যাচ দেখেছেন ৷ বছরভর স্বামী-স্ত্রী'তে টাকা জমাতেন খেলা দেখতে যাওয়ার জন্য ৷ দু'জনের খেলা দেখার নেশা জেনে অনেক শুভাকাঙ্খীও টাকা দিয়ে সাহায্য করতেন ৷ তাঁদের খিদিরপুরের রামকমল স্ট্রিটের বাড়িতেও আনাগোনা ছিল বহু বিদেশি ফুটবলারের । সকলের বাঙালি খাবার খাওয়ার আবদারও মিটিয়েছেন চৈতালি দেবী নিজে ৷

তাঁর কথায়, "ওরা দু'হাতে ভাত খেত। ডাইনিং টেবিলে নয়, আমাদের মতো মেঝেয় বাবু হয়ে বসে ভাত খেতে চাইত । আর সেটাই করত । সেইসব দিন আজ শুধুই স্মৃতি ।" এবার ঘরে বসেই টিভিতে বিশ্বকাপ দেখছেন তিনি । স্বামীকে হারিয়ে আজ বড্ড একা চৈতালি দেবী । রামকমল স্ট্রিটের বাড়ির তিনতলায় একাই থাকেন চৈতালি দেবী । তাঁর সঙ্গেই বিশ্বকাপের স্মৃতি নিয়ে আড্ডায় ইটিভি ভারত (Chaitali Chatterjee Who Witness of 10 Football World Cup in ETV Bharat)৷

আরও পড়ুন :ঐন্দ্রিলা স্মরণের আবহে সম্মানিত পরপর 10 বারের ফুটবল বিশ্বকাপের সাক্ষী

Last Updated : Dec 5, 2022, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details