কলকাতা, 30 অগস্ট:ঝালদা পৌরসভায় 'হাউসিং ফর অল' প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য সরকার । এই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পৌরসভার চেয়ারম্যান-সহ সাত জন কাউন্সিলর । বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার আবেদন করায় তার অনুমতি দিয়েছে আদালত ।
মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, গত বছর নভেম্বরে এই প্রকল্পের জন্য রাজ্য তিন কোটি টাকা দিলেও ডিসেম্বরে প্রায় 2.50 কোটি টাকা প্রত্যাহার করে নেয় । যে কারণে থমকে আছে প্রকল্পের কাজ । বিরোধী দলের নেতৃত্বে পৌরসভা চালিত হচ্ছে বলেই রাজ্য সরকার এই বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছে । এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়েছে । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
উল্লেখ্য, এই ঝালদা পৌরসভায় পৌরবোর্ড গঠনকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধী দলের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়েছিল । 12 সদস্য বিশিষ্ট ঝালদা পৌরসভায় ভোটের পর দেখা যায়, তৃণমূল জয়লাভ করে 5টি আসনে, বিরোধী কংগ্রেসও দখল করে 5টি আসন । দুটি আসনে জয়লাভ করেন নির্দল প্রার্থীরা ।